শুক্রবার ● ৬ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে ভূমিধ্বসের সর্তকীকরণ ব্যবস্থা প্রণয়ন ও প্রচলন শীর্ষক সেমিনার
চুয়েটে ভূমিধ্বসের সর্তকীকরণ ব্যবস্থা প্রণয়ন ও প্রচলন শীর্ষক সেমিনার
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের আয়োজনে “বাংলাদেশে ভূমিধ্বসের সর্তকীকরণ ব্যবস্থা প্রণয়ন ও প্রচলন” শীর্ষক সেমিনার ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান এবং চুয়েটের সেন্টার ফর রিভার হারবার এন্ড ল্যান্ড-স্লাইড রিসার্চ-এর চেয়ারম্যান অধ্যাপক ড. বিপুল চন্দ্র মন্ডল। সেমিনারে প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভারসিটি কলেজ লন্ডন এর সহযোগী অধ্যাপক ড. বায়েস আহমেদ। বিভাগীয় প্রধানের সঞ্চালনা সেমিনারে চুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “বাংলাদেশে ভূমিধস ও পাহাড় ধসের জন্য অন্যতম ঝুকিপূর্ণ এলাকা হলো চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ ও কক্সবাজার এর পাহাড়ী এলাকা। চ্টগ্রামকে পাহাড়ধসের ঝুঁকিমুক্ত করার জন্য চুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন এ ধরনের সেমিনার চুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার জ্ঞানকে বৃদ্ধি করবে এবং এর বাস্তব প্রয়োগ এ অঞ্চলকে ঝুঁকিমুক্ত করতে সাহায্য করবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, বলেন, “নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভূমিধস ও পাহাড়ধসের উপর গবেষণা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের সেমিনার বেশ ফলপ্রসু ও সফল ভুমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।”
সেমিনারে প্রধান আলোচক ইউনিভারসিটি কলেজ লন্ডন এর সহযোগী অধ্যাপক ড. বায়েস আহমেদ বাংলাদেশে ভূমিধসের সর্তকীকরণ ব্যবস্থা প্রণয়ন ও প্রচলনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারের সভাপতি এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান উক্ত সেমিনারে প্রধান আলোচক ড. বায়েস আহমেদ এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরো এ ধরনের সেমিনার আয়োজনে আশা ব্যক্ত করে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।