শুক্রবার ● ৬ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে সৎ ভাইয়ের হামলায় ছোট ভাই আহত
বিশ্বনাথে সৎ ভাইয়ের হামলায় ছোট ভাই আহত
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৎ ভাইয়ের হামলায় ছোট ভাই আহত ও ঘরের আসবাবপত্র ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
(৪ডিসেম্বর) বুধবার বেলা ২টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজী গ্রামে এঘটনা ঘটে। হামলায় হাসনাজী গ্রামের মৃত মশরফ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪৫) আহত হন। আহত জাহিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এব্যাপারে আহত জাহিদুল ইসলাম বলেন, আমার সৎ বড় ভাই ইজাজুর রহমানের লোকজনের সঙ্গে বাড়ির জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার দুপুরে ইজাজুর রহমানের নেতৃত্বে আরও কয়েকজন আমার বসত ঘরে এসে হামলা ও আসবাবপত্র ভাংচুর করে। এতে আমি গুরুতর আহত হই। ঘরে থাকা ৫ভরি সোনা, নগদ ৫২ হাজার টাকা তারা নিয়ে যায়।
ইজাজুর রহমান বলেন, জাহিদুল ইসলাম সে নিজে তার ঘরের আসবাবপত্র ভাংচুর করে আহত হওয়ার নাটক সাজিয়েছে। আমাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-র্চাজ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় কিশোরী নিহত
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুমা বেগম (১৩) নামের এক কিশোরী নিহত হয়েছে। সে ওসমানীনগর উপজেলার চানপুর গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্বনাথ উপজেলা বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের মিয়ার বাজার সংলগ্ন রায়খেলী মুড়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হবিবনগর গ্রামের ইছরাফিল আলী স্ত্রী ফারহানা বেগম (৪৫)।
জানা গেছে, বিশ্বনাথ থেকে জগন্নাথপুর গামী নাম্বার বিহীন সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে রায়খেলী মোড়ে পৌঁছামাত্র তীব্র গতিতে বিপরিত দিক থেকে আসার একটি অজ্ঞাতনামা পিকআপ গাড়ির সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় গুরুতর আহত সিএনজি অটোরিকশার যাত্রী জুমা বেগম ও ফারহানা বেগম। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক জুমা বেগমকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানান, দুর্ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বে ঘাতক পিকআপ গাড়ি নিয়ে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ। নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে তিনি জানান।