শনিবার ● ৭ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সঙ্গীত ক্লাসের উদ্ভোধন
পানছড়িতে অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সঙ্গীত ক্লাসের উদ্ভোধন
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সঙ্গীত ক্লাসের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ জানুয়ারি সকাল সাড়ে ১০ টার সময় পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠী কার্যালয়ে সঙ্গীত ক্লাসের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা।
সংগঠন এর সাধারণ সম্পাদক মিঠুন সাহার সঞ্চালনায় ও সাবেক সভাপতি থোয়াই অংগ্য চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য বাবুল কায়সার।এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্য ইউসুফ আদনান,থোয়াই অংগ্য চৌধুরী,সঙ্গীত প্রশিক্ষক ওস্তাদ বিধান রায় বিশ্বাস বি.মিউজ বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এর নিয়মিত শিল্পী।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মতিউর রহমান,সাংস্কৃতিক অনুরাগী ও আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি অরুণ শীল,সাংস্কৃতিক অনুরাগী সেবিকা সাহা সহ শিক্ষার্থীবৃন্দ।
এই সময় বক্তারা এই ধরনের সুন্দর উদ্যোগের জন্য সংগঠন এর নেতৃবৃন্দের ধন্যবাদ জানান।এবং সঙ্গীত কার্যক্রম ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।
প্রধান অতিথি মনিতা ত্রিপুরা এই সুন্দর উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।এবং তিনি ভবনে দুইটি ফ্যান ও চেয়ার দেওয়ার ঘোষণা দেন।