মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » জাতীয় » বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেসে ২৫ সদস্য কেন্দ্রীয় কমিটি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেসে ২৫ সদস্য কেন্দ্রীয় কমিটি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেসের সমাপ্তি অধিবেশনে ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ও জননেতা সাইফুল হক সাধারণ সম্পাদক হিসাবে পুননির্বাচিত হয়েছেন। একইসাথে সাত সদস্যবিশিষ্ট রাজনৈতিক পরিষদ ও ১৪ জন কেন্দ্রীয় সংগঠকও নির্বাচিত করা হয়েছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস গতকাল ৮ জানুয়ারি সমাপ্ত হয়েছে। গত ৬ জানুয়ারী উদ্বোধনী সমাবেশ, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই কংগ্রেস শুরু হয়েছিল।
নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি,রাজনৈতিক পরিষদ ও কেন্দ্রীয় সংগঠকরা হচ্ছে : পূর্ণাঙ্গ সদস্য
সাইফুল হক, বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু , আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, শহীদুল আলম নান্নু , এপোলো জামালী, রাশিদা বেগম, সিকদার হারুন মাহমুদ, ফিরোজ আহমেদ,সজীব সরকার রতন ১৪। মোজাম্মেল হোসেন, নজরুল ইসলাম শাহজাহান, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, নির্মল বড়ুয়া মিলন, কামরুজ্জামান ফিরোজ, অরবিন্দু বেপারি বিন্দু , শহীদুজ্জামান লাল মিয়া ও শেখ মোহাম্মদ শিমুল। এবং বিকল্প সদস্য শাহীন আলম ও মীর রেজাউল আলম ।
রাজনৈতিক পরিষদের সদস্য : সাইফুল হক, বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।
কেন্দ্রীয় সংগঠকবৃন্দ : রহিমা খাতুন, আবু লাহাব লাইসুদ্দিন, জুঁই চাকমা, আকরাম হোসেন, ইমরান হোসেন, ডা. মনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, নাসির হোসেন, মুক্তা ইসলাম, নীলুফার ইয়াসমিন, প্রদীপ রায়,সাবিনা ইয়াসমিন, ডা. মুনসুর রহমান ও আইয়ুব আলী।
কংগ্রেসে সংশোধনী- সংযোজনীসহ রাজনৈতিক প্রস্তাব, পার্টির গঠনতন্ত্র, কর্মসূচি, কেন্দ্রীয় গাইড লাইন গ্রহণ করা হয়।
কংগ্রেসে পার্টির আয়- ব্যয়ের হিসাবও দাখিল করা হয়।
সমাপনি অধিবেশনে সভাপতিত্ব করেন পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক।
আন্তর্জাতিক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে দশম কংগ্রেসের সমাপ্তি টানা হয়।