শনিবার ● ২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২ এপ্রিল ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা৭.০৬মিঃ) বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে আলাদাভাবে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা৷
২ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০ টায় মহানগরীর জয়দেবপুরের ছায়াবীথি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজবাড়ি এলাকায় গিয়ে পৌঁছলে পুলিশ মিছিলটি সামনে যেতে বাধা দেয়৷ পরে মিছিলটি ঘুরে জোরপুকুর এলাকায় ফিরে যায়৷
অন্যদিকে কাজী আজিমউদ্দিন কলেজের জিএস সোহেল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঐতিহাসিক রাজবাড়ির মাঠ থেকে শুরু হয়ে রাজদীঘি এলাকায় গিয়ে শেষ হয়৷ পরে মহানগর ছাত্রদলের নেতা কর্মীরা খালেদা জিয়ার নামে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে মিছিলটি শেষ করেন৷
এসময় মহানগর ছাত্রদল নেতা মারজুক আহমেদ আল আমিন, প্রবাল, সাইদ মন্ডল, আবু সালেহ, চৌধুরী কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
একই সময়ে চান্দনা চৌরাস্তায় ভাওয়াল কলেজ ছাত্রদল ও জেলা ছাত্রদলের উদ্যোগে পৃথক মিছিল বের করা হয়৷ এতে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা নাসির উদ্দিন নাসির, আমিনুল ইসলাম, মাসুদুল কবির মোনায়েম, জিয়াউল করিম জুয়েল প্রমুখ৷
এদিকে জেলা শহরের জয়দেবপুর বাসষ্ট্যান্ড থেকে শিববাড়ি পর্যন্ত মহানগর ছাত্রদলের উদ্যোগে মিছিল বের করা হয়৷ এতে উপস্থিত ছিলেন নাজমুল খন্দকার সুমন, মোনায়েম খন্দকার, নূরুল ইসলাম, লিয়াকত হোসেন লিটন শিশির মনির, মাহফুজুর রহমান রনি, কবির হোসেন প্রমুখ৷
এছাড়া টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের জিএস জিয়াউল হাসান স্বপনের নেতৃত্বে মিছিলটি সকালে কলেজ গেইট এলাকা থেকে শুরু হয়ে চেরাগআলী মার্কেট বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়৷ এতে উপস্থিত ছিলেন, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের এজিএস সাজেদুল ইসলাম, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি লিটন মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সুমন, ছাত্রদল নেতা আহসান হাবীব সোহেল, নূরুল ইসলাম ফরহাদ প্রমুখ৷