শনিবার ● ২৮ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » গীতা শিক্ষা সংসদ আয়োজিত বার্ষিক গীতা শিক্ষা পরীক্ষা
গীতা শিক্ষা সংসদ আয়োজিত বার্ষিক গীতা শিক্ষা পরীক্ষা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদ আয়োজিত বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার মিরসরাই উপজেলার ৩ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসময় সরকারহাট নজর আলী রুপজান উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র উপ পরিক্ষা নিয়ন্ত্রক হিসেবে ছিলেন সবুজ পাল, সচিব হিসেবে দায়িত্ব পালন করেন প্রিয়তোষ নাথ, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র উপ পরিক্ষা নিয়ন্ত্রক ছিলেন উজ্জ্বল ভৌমিক, সচিব হিসেবে দায়িত্ব পালন করেন লিপিকা রায়, চিনকি আস্তানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র উপ পরিক্ষা নিয়ন্ত্রক ছিলেন পিংকু চন্দ্র নাথ, সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উজ্জ্বল কুমার দে।
পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন বাগীশিক কেন্দ্রীয় কমিটির সাবেক প্রধান উপদেষ্টা এডভোকেট তপন কান্তি দাশ, সাবেক সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ট্রাস্টি উত্তম কুমার শর্মা, মিরসরাই উপজেলা সংসদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, পূজা উদযাপন পরিষদ মিরসরাই উপজেলার সভাপতি সুভাষ সরকার, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সহ-সভাপতি বিপ্লব পাল, সাধারণ সম্পাদক মাষ্টার শিবু কুমার দাশ, পরীক্ষা কমিটির সদস্য সচিব প্রিয়াশিষ চক্রবর্তী অর্পন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক অনিল চন্দ্র নাথ, বাগীশিক মিরসরাই উপজেলার পৃষ্ঠপোষক মানিক চন্দ্র দাশ, রাজীব মজুমদার, জন্মাষ্টমী উদযাপন পরিষদ মিরসরাই উপজেলা সভাপতি পরিমল কর্মকার, বাগীশিক মিরসরাই উপজেলা সংসদের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য জহর লাল নাথ অভি, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল শীল, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌপী কুমার দাশ, বাগীশিক উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন কমিটির সভাপতি, সম্পাদকসহ সনাতনী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।