বৃহস্পতিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে মহিলা সমাবেশ
পানছড়িতে উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে মহিলা সমাবেশ
পানছড়ি প্রতিনিধি :: পানছড়ি উপজেলায় পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২ টায় এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনের লক্ষ্যে এ মহিলা সমাবেশ আয়োজন করে খাগড়াছড়ি জেলা তথ্য অফিস।
খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ। বিশেষ অতিথি হিসেবে পানছড়ি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা ও প্রধান শিক্ষক বিপাশা সরকার উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি রুবাইয়া আফরোজ বলেন, উন্নত রাষ্ট্র ও জাতি গঠনের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ টি উদ্যোগ জনসাধারণ সুবিধা ভোগ করছেন। তিনি আরো বলেন, আগামী প্রজন্মদের সঠিক শিক্ষা দিতে হবে। শিশুদের অধিকার নিশ্চিত করে দিতে হবে। শিশু জন্মের ৪৫দিনের মধ্যে যথাসময়ে সঠিক জন্মনিবন্ধন করতে হবে। গুজব, অপপ্রচার, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ইত্যাদি সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। সরকারের বিভিন্ন উন্নয়নের পদক্ষেপ বাস্তবায়নে সকল শ্রেণি পেশার মানুষ একসাথে কাজ করতে হবে। এছাড়াও আরো বক্তব্য রাখেন, পানছড়ি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা ও প্রধান শিক্ষক বিপাশা সরকার প্রমূখ । সমাবেশে মূলবিষয়বস্তু তুলে ধরেন জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী।
বক্তারা সকলেই করোনাভাইরাস পরিস্থিতি ও দুর্যোগকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ, কোভিড-১৯ ভ্যাকসিন, ইপিআই কার্যক্রম, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম ও তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের বিভিন্ন শ্রেণি পেশার দেড়শতাধিক মহিলা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী রিপু খীসা । শিক্ষার্থীদের জন্য শিক্ষনীয় প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।