শিরোনাম:
●   পার্বতীপুর রেলওয়ে ইর্য়াডের আম গাছে যুবকের আত্মহত্যা ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত ●   কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা ●   পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত ●   বৈরী আবহাওয়ায় ও শীতের তীব্রতায় বাড়ছে কৃষকের দুশ্চিন্তা ●   কোন হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা ●   তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ●   মিরসরাইয়ে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ ●   ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ●   লংগদু এস এস সি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন ●   ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ এর মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব ●   হালদা থেকে বিপন্ন গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার ●   খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে আহত-২০ ●   পানছড়িতে লোগাং জোন এর অনুদান সামগ্রী প্রদান ●   আত্রাইয়ে কুলি-বেদে সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ ●   চুয়েটে স্থাপত্য বিভাগের ১ম জাতীয় কনফারেন্স শুরু ●   বিজিবির অভিযানে খাগড়াছড়িতে ১২ অনুপ্রবেশকারী আটক ●   ঈশ্বরগঞ্জে জাতীয় প্রবাসী দিবস পালিত ●   কুষ্টিয়ায় বালুঘাট দখল নিতে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা ●   রাউজানে বিকাশ প্রতারকের ফাঁদে নারী উদ্যোক্তা তানিয়া ●   যোবায়ের-সাদপন্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ইজতেমা মাঠ : নিহত ৩ ●   মিরসরাইয়ে মধ্য তালবাড়ীয়া স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন ●   জিয়া কিংবা শেখ মুজিব নয়; জনগণই মুক্তিযুদ্ধের মূল নায়ক : টিপু ●   নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রের প্রাণহানি ●   জাতীয় ঐকমত্য কমিশন এর নেতৃত্বে থাকবেন ড. ইউনূস ও আলী রীয়াজ ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে বিজয় দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি আউয়াল, সম্পাদক আতাউর ●   কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপন ●   দীপংকর তালুকদার এর অবৈধ সম্পদের তদন্তে নেমেছে দুদক ●   ঈশ্বরগঞ্জে বিজয় দিবস পালিত
রাঙামাটি, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » খেলা » প্রথম বাউসী প্রবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রথম পাতা » খেলা » প্রথম বাউসী প্রবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রথম বাউসী প্রবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের প্রবাসীদের অর্থায়নে গ্রামবাসী আয়োজিত ‘১ম বাউসী প্রবাসী ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে গ্রামের দক্ষিণের মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিচ্ছে বিভিন্ন উপজেলার ৮টি ক্লাব।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট ক্রিড়ানুরাগী মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে দশঘর ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহমুদুল করিম মঞ্জুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

তিনি তার বক্তব্যে বলেন, ‘আমাদের সম্মানিত রেমিট্যান্স যোদ্ধাগণ দেশের যেকোনো উন্নয়নমূলক কাজের পাশাপাশি খেলাধুলার উন্নয়ন-অগ্রগতিতে পৃষ্ঠপোষকতা করে আসছেন।

আজকের এই প্রবাসী ফুটবল টুর্নামেন্টের সকল অর্থায়ন তারই উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আমাদেরকে শুধু দিয়েই যাচ্ছেন। কিন্তু আমরা তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারছি না। আমাদের রেমিট্যান্স যোদ্ধাদেরগণকে তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে হবে।’

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম, প্রবাসী লিলু মিয়া, আবদুস সালাম, দশঘর ইউনিয়ন পরিষদের সদস্য তাজুল ইসলাম, জাহিদুল ইসলাম, মুহিত চৌধুরী, স্কুল শিক্ষক আবদুল আহাদ, আজিজুল হক।
উদ্বোধনী ম্যাচে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব-বাংলাবাজারকে টাইব্রেকারে হারিয়ে জয়লাভ করে উদীয়মান স্পোর্টিং ক্লাব-মিরেরচর। খেলায় ধারাভাষ্য দেন জুয়েল আহমদ নুর ও একেএম তুহেম।

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা
প্রদানের মান বৃদ্ধি পেয়েছে : এমপি মোকাব্বির

বিশ্বনাথ ::সিলেট-২ আসনের সংসদ সদস্য ও বিশ্বনাথ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোকাব্বির খান বলেছেন, সরকার তথা সর্বমহলের সার্বিক সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনসাধারণকে স্বাস্থ্য সেবা প্রদানের মান বৃদ্ধি পেয়েছে।

আর সেবা দানের এ প্রক্রিয়া অব্যাহত রাখতে আমাদের সবাইকে সততা ও নিষ্ঠার সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। কারণ মানুষকে তাদের কাঙ্খিত সেবা দানের মাধ্যমেই সর্বস্তরের জনসাধারণের মন জয় করতে হবে। বর্তমান সরকার স্বাস্থ্যখ্যাতের যে উন্নত করার লক্ষ্যে যে কাজ করে যাচ্ছেন, এথেকে কোন ভাবেই যেনো মানুষ বঞ্চিত না হন সেদিকে সবাইকে স্বজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কেবিন ইউনিট ও হোমিওপ্যাথিক কর্ণার’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। কেবিন ইউনিটের মধ্যে ‘বীর মুক্তিযোদ্ধা কেবিন (শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত)’র ব্যবস্থা রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে ও সহকারী সার্জন ডা. সজল এস চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএম ডা. রাজিব বৈষ¦ব, জুনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেসিয়া ডা. তপজিত ভট্টাচার্য্য, সহকারী সার্জন ডা. মামুন মিয়া, প্রমা দাস তালুকদার বিন্তি, নিলয় বিহারী গুন, সাদিয়া আফরিন রিমি, মেডিকেল অফিসার ডা. গোলাম মর্তুজা খান, ডা. আলী আজম, প্রধান সহকারী আলী আহমদ, স্বাস্থ্য সহকারী দিবাংশু লাল গুন, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু প্রমুখ নেতৃবৃন্দ।

অজপাড়া গাঁয়ের মানুষেরা এখন সহজেই
স্বাস্থ্য সেবা পাচ্ছেন : ভিডিও কনফারেন্সে স্বাস্থ্য মন্ত্রী

বিশ্বনাথ :: ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটের বিশ্বনাথ উপজেলার পুনঃনির্মিত ‘আবক্রপুর-পূর্ব শ্বাসরাম কমিউনিটি ক্লিনিকের’ উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রী জাহিদ মালেক এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, দেশের অবহেলিত-বঞ্চিত মানুষসহ দেশবাসীকে তাদের প্রাপ্য স্বাস্থ্য সেবা জনগণের দুরগোড়ায় পৌঁছা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাই কমিউনিটি ক্লিনিকের কল্যানে অজপাড়া গাঁয়ের মানুষেরা এখন সহজেই স্বাস্থ্য সেবা পাচ্ছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন জনবান্ধব সরকারের আমলে দেশের স্বাস্থ্যখ্যাতের ব্যাপক উন্নতি হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বিকেলে অনুষ্ঠিত ‘আবক্রপুর-পূর্ব শ্বাসরাম কমিউনিটি ক্লিনিকের’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, সংসদে অনেক বার স্বাস্থ্য সেবার মান নিয়ে কথা বলেছি। জনগণ বর্তমানে স্বাস্থ্য সেবার মান নিয়ে সন্তুষ্ঠ। পূর্বের সব চিত্র পাল্টে যাওয়ার ফলে সাধারণ মানুষ এখন স্বাস্থ্য সেবার উপকার পাচ্ছেন আজ।

বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল জলিল হিরণের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, যুক্তরাষ্ট্র প্রবাসী সমিতির সাবেক সভাপতি মনির আহমদ। অনুষ্ঠানের শুরুতে যস্বাগত বক্তব্য রাখেন শামীম আহমদ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পূর্ব শ্বাসরাম জামে মসজিদের ইমাম হাফিজ সালমান আহমদ ও গীতা পাঠ করেন সুদিপ রঞ্জন দত্ত। বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আছাব উদ্দিন আছকির, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, আবক্রপুর-পূর্ব শ্বাসরাম কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বাপ্পা দাশ। সভা শেষে মন্ত্রীর পক্ষে ফিতা কেটে আবক্রপুর-পূর্ব শ্বাসরাম কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খান।

বিশ্বনাথে শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসবে মানুষের ঢল

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ারবাজারের নিকটস্থ বিষ্ণুপুর ধামের সিদ্ধ বকুলতলায় শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসবের দ্বিতীয় দিন রোববার (৫ ফেব্রুয়ারী) মানুষের ঢল নেমেছিল। শত শত বছর পূর্ব থেকে প্রতি বছরের মাঘী পূর্ণিমা তিথিতে ওই মহোৎসব পালন করে আসছেন সনাতন ধর্মালম্বীরা।

সনাতন ধর্মালম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মালম্বী লোকজনের উপস্থিতিও মহোৎসব এক মিলনমেলায় পরিণত হয়। দেশের প্রত্যান্ত অঞ্চলের গন্ডি পেরিয়ে প্রতি বছরের ন্যায় এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে সনাতন ধর্মালম্বীরা এসে ওই মহোৎসবে যোগদান করেছেন।

মনবাসনাপূরণের জন্য কেউ কেউ আদায় করেছে মানস, আবার অনেকেই আবার নতুন করে মানস করে গেছেন।

জানা গেছে, চৌষট্টি মোহান্তের অন্যতম শ্রীল নারায়ল বাচস্পতির পুত্র শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় প্রায় ৫শত বছর পূর্বে গৌরভ‚মি শ্রীহট্টে আসিয়া বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে শ্রীপাট স্থাপন করে শ্রীভ‚মির তাপিত মানুষকে শ্রীচৈতন্যের নাম ও প্রেমের পথে সঞ্জীবিত করিয়া মাঘী পূর্ণিমা তিথিতে সিদ্ধ বকুলবৃক্ষে লীন হন।

মহোৎসবস্থল পরিদর্শন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন, সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম কর সম্রাট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পীযুষ কান্তি দেব প্রমুখসহ বিভিনন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় ধাম সংরক্ষণ কমিটির সহ সভাপতি মানিক লাল দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর দাস শংকু’র পরিচালনায় পরিদর্শন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, কার্যনির্বাহী সদস্য জয়ন্ত আচার্য্য, মানিক মিয়া, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তজম্মুল আলী, সিলেট সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম কর সম্রাট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পীযুষ কান্তি দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ।

উল্লেখ্য, শনিবার (৪ ফেব্রুয়ারী) সকাল ৯টায় শ্রীশ্রী কালাচাঁদের অর্চ্চনার মাধ্যমে মহোৎসব শুরু হয়ে সোমবার (৬ ফেব্রুয়ারী) সকাল ৮টায় শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন সমর্পন (পুর্ণা)’র মাধ্যমে শেষ হবে। রোববার (৫ ফেব্রুয়ারী) ব্রাক্ষমুহুর্ত থেকে শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন পরিবেশন এবং দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ করা হয়।

শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন পরিবেশন করেন দক্ষিণ সুনামগঞ্জের পাগলা শ্রী কৃষ্ণ চৈতন্য সংঘের নিরঞ্জন দাস, সিলেটের দাড়িয়াপাড়ার নিশিকান্ত তালুকদার, মৌলভীবাজারের কুলাউড়া ব্রজবালক সম্প্রদায়ের বিদ্যুৎ দাস, সুনামগঞ্জের শাল্লার বেদান্ত সম্প্রদায়ের সমর চন্দ্র দাশ।





খেলা এর আরও খবর

ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মিরসরাইয়ে গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন মিরসরাইয়ে গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
চুয়েটে শিমুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পরিবেশ অনুষদ চুয়েটে শিমুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পরিবেশ অনুষদ
রাঙামাটি জোন এর ব্যবস্থাপনায় রাঙামাটিতে প্রীতি ফুটবল ম্যাচ রাঙামাটি জোন এর ব্যবস্থাপনায় রাঙামাটিতে প্রীতি ফুটবল ম্যাচ
মাটিরাঙ্গায় প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিককে হারিয়ে ৩-২ গোলে বগুড়ার জয় মাটিরাঙ্গায় প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিককে হারিয়ে ৩-২ গোলে বগুড়ার জয়
খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
চুয়েটে শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্ট শুরু চুয়েটে শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্ট শুরু
সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ বিজয়ী জাতীয় ফুটবল দলের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ বিজয়ী জাতীয় ফুটবল দলের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা
পার্বতীপুরে সিয়াম ফুটবল গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত পার্বতীপুরে সিয়াম ফুটবল গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
পার্বতীপুরে ইয়ূথ ক্লাব ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে খেলা পার্বতীপুরে ইয়ূথ ক্লাব ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে খেলা

আর্কাইভ