মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গোপেশ দাশের পরলোগমন
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গোপেশ দাশের পরলোগমন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মহান মুক্তিযুদ্ধের অকতোভয় লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধা গোপেশ চন্দ্র দাশ পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ৫ ছেলে,৩ মেয়ে,স্ত্রী,নাতি নাতনীসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাশ জানান,তার পিতা মুক্তিযোদ্ধা গোপেশ দাশ দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি অসুস্থবস্থায় ৫ ফেব্রুয়ারী রবিবার রাত সাড়ে ১০ টায় নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ৬ ফেব্রুয়ারী সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী নবীগঞ্জ থানার একদল পুলিশ নিয়ে স্থানীয় মাঠে উপস্থিত হয়ে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।
পরে স্থানীয় শশ্মানঘাঠে তাকে দাহ করা হয়।
বীরমুক্তি গোপেশ চন্দ্র দাশের মৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের জন্য গভীর সমবেদনা প্রকাশ করে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর টৌধুরী,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল।
নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রী নিহত
নবীগঞ্জ :: নবীগঞ্জে মোটরসাইকেলের পেছনে ট্রাকের ধাক্কায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। ৬ ফেব্রুয়ারী সোমবার দুপুর ১২ টার দিকে কাজীগঞ্জ বাজার টু নবীগঞ্জ রোডে আগনা ও মাধবপুরের মধ্যবর্তী স্থানে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়- উল্লেখিত সময়ে মোটর সাইকেলযোগে এক কলেজ ছাত্র ও দুই ছাত্রী নবীগঞ্জ সরকারি কলেজে আসার পথে কাজীগঞ্জ বাজার টু নবীগঞ্জ রোডের আগনা ও মাধবপুরের মধ্যবর্তী স্থানে পৌছামাত্র পিছন থেকে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয় ঘাতক ট্রাকটি। এ সময় মোটরসাইকেলে থাকা ৩ যাত্রী ছিটকে পড়ে যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে নেওয়ার পর তানিয়া নামের কলেজ ছাত্রী মারা যায় এবং অপর দুই জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নিহত তানিয়া আক্তার সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কামরা খাইড় উত্তর পারের সাবেক ইউপি মহিলা সমদস্য রোকশানা বেগমের মেয়ে। উপস্থিত জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে।