সোমবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
ঈশ্বরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন সেলিমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উচাখিলা ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য ও এলাকাবাসীর পৃথক পৃথক ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক মানিক তালুকদার, উচাখিলা ইউপি জাপার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য কামরুজ্জামান মন্ডল, ইউপি সদস্য শহিদুল ইসলাম, মতিউর রহমান, আশরাফুল আলম, সংরক্ষিত মহিলা সদস্য ইয়াছমিন, উচাখিলা বাজারের ভিটার আনোয়ার হোসেন, সমাজ সেবক শিপন সরকার, ব্যবসায়ী হুমায়ূন সরকার, গ্রাম পুলিশ দ্বীন ইসলাম, মানিক মিয়া প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের লোকেরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সেলিম খাঁন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই একটি কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। তাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। গত ৮ ফেব্রুয়ারী বুধবার উচাখিলা স্কুল এন্ড কলেজের সামনে কতিপয় যুবক ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল বাশারের উপর হামলা চালিয়ে গুরতর আহত করে। এসময় ইউপি চেয়ারম্যান পরিষদে অন্যান্য ইউপি সদস্যদের নিয়ে আলোচনা করছিলেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার জন্য উপস্থিত ইউপি সদস্যগণকে নির্দেশ দেন। অথচ চেয়ারম্যানকে জড়িয়ে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যা ন্যাক্কারজনক ও নিন্দনীয়। সমাবেশে বক্তারা অবিলম্বে ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সকল ষড়যন্ত্র বন্ধের দাবি জানান।