রবিবার ● ৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঝিনাইদহে পেঁয়াজের ফলন বিপর্যয়ে হতাশ কৃষক
ঝিনাইদহে পেঁয়াজের ফলন বিপর্যয়ে হতাশ কৃষক
ঝিনাইদহ প্রতিনিধি :: (৩ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় সকাল ১১.১০মিঃ) পারপোল ক্লোচ বা পাতামরা রোগে আক্রান্ত হয়ে ঝিনাইদহে পেঁয়াজের ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে ৷ উত্পাদন খরচ না উঠার আশঙ্কায় হতাশ কৃষক ৷ কৃষকরা বলছেন, এ বিপর্যয়ের কোন সমাধান দিতে পারেনি কৃষি বিভাগের কর্মকর্তারা৷ ফলে হতাগ্রসত্ম হয়ে পড়েছে তারা ৷
ঝিনাইদহ কৃষি অফিস সূত্রে জানা যায়, জেলায় এবার পেঁয়াজ চাষ হয়েছে ৭,৮০০ হেক্টর জমিতে৷ এর মধ্যে শৈলকুপা উপজেলায় ৬,১২৫ হেক্টর, সদর উপজেলায় ৩৫০ হেক্টর, কালীগঞ্জ উপজেলায় ১৪৫ হেক্টর, কোটচাঁদপুর উপজেলায় ২১০ হেক্টর, মহেশপুর উপজেলায় ৬৮০ হেক্টর ও হরিণাকুন্ডু উপজেলায় ২৯০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে৷ এর লক্ষ্যমাত্র ধরা হয়েছে ৬৮,৪৪৫ মে.টন ৷
একাধিক চাষী জানায়, পেঁয়াজ লাগানোর পর থেকে ঝিনাইদহের ৬টি উপজেলার বিভিন্ন মাঠে ভালো ফলন হওয়ার সম্ভাবনা ছিল ৷ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হঠাত্ বৃষ্টির পর থেকেই ক্ষেত আক্রান্ত হয় পারপোল ক্লোচ নামের ভাইরাসে ৷ ব্যাপকভাবে মারা যায় পেঁয়াজের পাতা ৷ এতে পেঁয়াজের দানা মোটা হয়নি ৷ ফলে আশানুরূপ ফলনও পাওয়া যায় নি৷ এ বছর পেঁয়াজ চাষ করে কৃষকদের উত্পাদন খরচও ঘরে উঠছে না ৷
তারা আরও জানায়, আক্রান্ত হওয়ার সময় কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিলে এ ফলন বিপর্যয় হতো না ৷ ঝিনাইদহ কৃষি সমপ্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহ মোহা. আকরামুল হক জানান, অতি বৃষ্টির কারণে দু’এক জায়গায় ফলন বিপর্যয় হলেও সারা জেলায় আশানুরূপ ফলন হয়েছে ৷