বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » আয়াছ মিয়ার জীবন ও কর্মশীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
আয়াছ মিয়ার জীবন ও কর্মশীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, কাউন্সিলর আয়াছ মিয়া বিশ্বনাথ তথা সিলেটবাসীর গর্ব। যুক্তরাজ্যে অনেক কাউন্সিলরের দুর্নাম রয়েছে, কিন্তু আয়াছ মিয়ার কোনো দুর্নাম নেই। তিনি একজন দক্ষ রাজনীতিবিদ ও সমাজসেবক।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান প্রবাসীরা সব সময় বাংলাদেশের পাশে থাকতে। প্রবাসীরাই দেশের যেকোনো ক্রান্তিলগ্নে সরকারের পাশাপাশি সবার আগে এগিয়ে আসেন। প্রবাসীরা বিদেশের মাটিতে নেতৃত্ব দিয়ে আমাদের মুখ উজ্জ্বল করছেন। বর্তমানে বাংলাদেশে বিদেশীরা বিনিয়োগ করছেন তা আমাদের জন্য ভালো।
তিনি মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সিলেট নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে যুক্তরাজ্যের লন্ডন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের সাবেক স্পিকার ও সিলেটের কৃতি সন্তান, মানবাধিকারকর্মী আয়াছ মিয়ার জীবন ও কর্মশীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কবি কালাম আজাদ।
বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হকের সভাপতিত্বে ও সাংবাদিক মীম সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেটিনা বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এনামুল হক, লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি রহমত আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, দি ওয়ান পাউন্ড হসপিটালের চেয়ারপারসন ও সিইও ডা. শানুর আলী মামুন, বিশ্বনাথ থানা সমিতির সাবেক সভাপতি শাহ মতছিন আলী, জকিগঞ্জ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন, এটিএন বাংলা (ইউকে) সিলেট প্রতিনিধি শফিকুল ইসলাম সফি, সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, ডাচ ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক সঞ্জিব সিংহা, শিল্পপতি মহি উদ্দিন, সমাজ সেবক সামছু মিয়া লয়লুছ, লাভলু লস্কর, সংগঠক নাজমুল ইসলাম মকবুল।
অনুষ্ঠানে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি নেছার আলী লিলু, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য শহিদুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, নবীন সুহেল, মসাঈদ আলী, সংগঠক মতিন মিয়া, আব্দুল মল্লিক, আব্দুল হামিদ শিকদার, জিয়াউর রহমান, সাহিদুল আজম, খছরু মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
বিশ্বনাথে ১ হাজার রোগী পেলেন দৌলতপুর
এডুকেশন ট্রাস্ট ইউকের ‘ফ্রি চক্ষু চিকিৎসা
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে দুটি ‘ফ্রি চক্ষু শিবির’ আয়োজন করে উপজেলার দৌলতপুর ইউনিয়নের প্রায় ১ হাজার রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছে ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’।
প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে অনুষ্ঠিত ফ্রি চক্ষু শিবিরগুলোতে অভিজ্ঞ ডাক্তাররা চোখের রোগ নির্ণয় করে রোগীদেরকে ফ্রি ঔষধ ও চশমা প্রদান করেন। এর পাশাপাশি চোখে ছানীপড়া প্রায় শতাধিক রোগীকে ফ্রি অপারেশন করানো হয়।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলার দৌলতপুর ইউনিয়নের ‘দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায়’ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ‘৪র্থ ফ্রি চক্ষু শিবিরে’ ৫ শতাধিক রোগীকে এবং সোমবার বুধবার (১৩ ফেব্রুয়ারী) সিংগেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত ‘৩য় চক্ষু শিবিরে’ আরও ৫ শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা প্রদান করা দেয়া হয়। ওই চক্ষু শিবিরগুলোতে ওসমানীনগরের তাজপুরস্থ ভার্ড হাসপাতালের কয়েকজন ডাক্তারসহ ১৫ জনের একটি টিম সহযোগিতা করে।
বুধবার সকালে উদ্বোধক হিসেবে ‘৪র্থ ফ্রি চক্ষু শিবির’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের জেনারেল সেক্রেটারি হাসিন উজ্জামান নুরু। এরপর প্রধান অতিথি হিসেবে ফ্রি চক্ষুশিবির পরিদর্শন করেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন।
দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি মখলিছুর রহমানের সভাপতিত্বে ও ট্রাস্টের বাংলাদেশ শাখার যুগ্ম সম্পাদক শফিক আহমদ পিয়ারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কোষাধ্যক্ষ জাহির আলী, সাবেক কোষাধ্যক্ষ মাহবুব আলী চুনু, ট্রাস্টী উমর আলী, দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান, সংগঠক আবু তাহের।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী মিজানুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ শাখার সাংগঠনিক সম্পাদক ও মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান।
এদিকে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে সিংগেরকাছ আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত ৫ম শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে দৌলতপুর ইউনিয়নের ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬ জন গরীব-মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ প্রায় ৩ লাখ ২০ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।