শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ নিহত-১ : আহত-৪
রাউজানে বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ নিহত-১ : আহত-৪
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: রাউজান-পাহাড়তলী-রামগতি হাট সড়কের বালুবাহী ট্রাকের চাপায় সিএনজি অটোরিক্সার এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ৪ যাত্রী।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনাটি ঘটেছে হাফেজ বজলুর রহমান সড়কের রাউজান মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের পাশে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সিএনজি অটোরিক্সাটি পাহাড়তলীর দিকে যাত্রী নিয়ে আসছিল। বিপরীত দিক থেকে যাওয়া বালুবাহী ট্রাক অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয় ১জন আহত হয় সিএনজি চালকসহ ৪জন। এই ঘটনায় গুরুতর আহত বিশ্বজিৎ দে (৩৫) কে নগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত ব্যক্তি বাড়ি রাউজানের পূর্বগুজরা মল বাড়ীর মৃত বলরাম দের পুত্র। তিনি নোয়াপাড়া পথেরহাটে দর্জি দোকানের মালিক। এই ঘটনায় আহতরা হচ্ছে রাঙ্গুনিয়া বেতাগী ইউনিয়নের বাবুল চৌধুরীর পুত্র জয় চৌধুরী(২৫), একই ইউনিয়নের বাদল দাশের পুত্র সিএনজি চালক প্রবীর দাশ(২৭), অপর একজনের নাম আকাশ বলে জানা যায়।
নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল ঘটনা স্বীকার করে বলেছেন দুঘটনাস্থল রাঙ্গুনিয়া এলাকায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নোয়াপাড়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে তিনি জানান। ঘটনাস্থলে থাকা রাউজান ফায়ার সার্ভিসের কর্মকতা মো. মামুন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসি। আমরা আসার আগেই স্থানীয় লোকজন আহত ও নিহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকে আমরা একটি মোবাইল ফোন উদ্ধার করি।