সোমবার ● ৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » ঢাকা » পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে শ্রমিকদের জন্য মহার্ঘ ভাতা চালু করুন
পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে শ্রমিকদের জন্য মহার্ঘ ভাতা চালু করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জরুরী ভিত্তিতে দূর্মূল্যের বাজারে চরম কষ্টে থাকা দেশের শ্রমিকদের জন্য বাঁচার মত নিম্নতম জাতীয় মজুরি নির্ধারণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন জীবনযাত্রার অসহনীয় ব্যয়বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে শ্রমিকদের প্রকৃত আয় বাস্তবে অর্ধেকে নেমে এসেছে।তিনি সম্ভব স্বল্পতম সময়ে এই সংক্রান্ত মজুরি বোর্ড গঠন করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান মজুরি দিয়ে শ্রমিকদের মাসের ১৫ দিন চলাই কঠিন।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ভয়াবহ উর্ধগতির কারণে শ্রমিক পরিবারের খাদ্যগ্রহন কমে গেছে, শ্রমিকদের এক বড় অংশ পুষ্টিহীনতার শিকার হয়েছে।
তিনি অনতিবিলম্বে শ্রমিকদের জন্য মহার্ঘ ভাতা ও রেশনিং ব্যবস্থা চালু করারও দাবি জানান।
রবিবার দুপুরে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় দফতরে বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ, এম ডি ফিরোজ, মোহাম্মদ আলী, হেলিম সরদার, ইমরান হোসেন, শেখ মোহাম্মদ শিমুল, প্রদীপ রায়, ফারজানা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।
সভার শুরুতে চট্টগ্রামের সীতাকুন্ডে অক্সিজেন কারখানায় ভয়াবহ বিষ্ফোরণে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করা হয় এবং নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।সভায় কারখানা সমূহের নিরাপত্তা জোরদার করারও দাবি জানানো হয়।