মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ভোলায় পুলিশের গুলিতে আহত সাংবাদিক আফজাল এখন পঙ্গু হাসপাতালে
ভোলায় পুলিশের গুলিতে আহত সাংবাদিক আফজাল এখন পঙ্গু হাসপাতালে
ঢাকা প্রতিনিধি :: (৫ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মিঃ) পুলিশের গুলিতে আহত বিএমএসএফ ভোলা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নির্ভিক সাংবাদিক আফজাল হোসেনকে সোমবার রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ গত ৩১ মার্চ পেশাগত দায়িত্বপালনকালে পুলিশের গুলিতে তিনি আহত হয়েছিলেন৷ প্রথমে ভোলা জেনারেল হাসপাতালে চিকিত্সা শেষে বরিশাল শেবাচিমে পাঠানো হলে সেখানকার চিকিত্সকরা তাকে রোববার পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন৷ সোমবার সকালে পঙ্গু হাসপাতালের চিকিত্সক গোলাম মাহমুদ তার শরীরের অবস্থা দেখেন৷
উল্লেখ্য, ভোলা সদর উপজেলার রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দু’পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে উত্তেজনা শেষে এক পুলিশ সদস্য তার পায়ে গুলি করে৷ এতে তার বাম পায়ে ৮টি গুলিবিদ্ধ হয়৷ ভোলা সদর হাসপাতালের চিকিত্সকরা তার পা থেকে ৪টি গুলি উদ্ধার করে এবং বাকী ৪টি গুলি তার পায়ে থেকে যায়৷ বরিশালের চিকিত্সকরা তা বের করতে না পারায় তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়৷
এদিকে আফজালের দ্রুত সুস্থ্যতা কামনা ও ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ৷ সোমবার পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি এসএম আব্দুল মুগনী নীরো ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সরকারকে নির্ভিক সাংবাদিক আফজালের ব্যাপারে খোঁজ খবর নিয়ে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের দাবী করেন৷