বৃহস্পতিবার ● ১৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন
আত্রাইয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন
নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: ‘ নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ এই শ্লোগানে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলেধরেন ইউএনও ইকতেখারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, প্রকৌশলী জোনায়েত আলম, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, আইসিটি অফিসার সানজির উদ্দিন শিশির, প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ প্রমুখ।
আত্রাইয়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে বিএমজেড এবং নেটজ বাংলাদেশের সহযোগিতায় হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে বুধবার (১৫ মার্চ) সকাল ১০ টায় প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষনে উপস্থিত ছিলেন,৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন,সচিব মো. ওয়াহিদুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের বিল ফ্যাসিলিটেটর মো. নজরুল ইসলাম,সুরেশ কুমার প্রমুখ।