রবিবার ● ১৯ মার্চ ২০২৩
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » বঙ্গবন্ধুর জন্মদিবসে আদিবাসী যুবকের দুধ বিতরণ
বঙ্গবন্ধুর জন্মদিবসে আদিবাসী যুবকের দুধ বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি :: বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ছিন্নমুল মানুষের মধ্যে দুধ বিতরন করা হয়েছে। বঙ্গবন্ধুর প্রতি ভালবাসা ও নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য শুক্রবার সকালে শহরের বাজার স্টেশনে আদিবাসী যুবক অমল সিং প্রায় শতাধিক মানুষের মধ্যে এক মন দুধ বিতরন করেন। দুধ বিতরনকালে ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম রানা উপস্থিত ছিলেন। এর আগেও ই যুবক দুইবার বঙ্গবন্ধুর নামে দুধ বিতরন করেছেন।
সিরাজগঞ্জ শহরের কালিয়া হপিুর ইউপির বিয়াড়া ঘাট আদিবাসী পুনর্বাসন বাসিন্দা মৃত অনিল সিংয়ের ছেলে একজন করাতকল শ্রমিক অমল সিং জানান, স্বপ্নযোগে বঙ্গবন্ধু আমাকে প্রত্যেক দিন দুধ দিতে বলেছেন, কিন্তু আমি একজন গরীব করাতকল শ্রমিক হওয়ায় আমার পক্ষে সম্ভব না। তাই সপ্তাহে সপ্তাহে নিজের সাধ্যমত দুধ বিতরন করছি। তবে বঙ্গবন্ধু কন্যা যদি আমাকে সহায়তা করেন তবে প্রত্যেক দিনই আমি বঙ্গবন্ধুর নামে অসহায়দের মধ্যে দুধ বিতরন করবো।