মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে প্রয়াত এনজিওকর্মীর স্ত্রীকে অনুদানের চেক প্রদান
ঈশ্বরদীতে প্রয়াত এনজিওকর্মীর স্ত্রীকে অনুদানের চেক প্রদান
ঈশ্বরদী প্রতিনিধি :: (৫ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৮.৫০মিঃ)ঈশ্বরদীর বে-সরকারি উন্নয়ন সংস্থা নিউএরা ফাউন্ডেশনের সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা মরহুম এবাদত হোসেনের স্ত্রীর হাতে ৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে ৮০ হাজার টাকার অনুদান চেক তুলে দেয়া হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউএরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস৷
নিউএরা ফাউন্ডেশনের সমন্বয়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফৌজিয়া মঞ্জুর, পৌরসভার কাউন্সিলর আবুল হাসেম ও ব্যবসায়ী আবু সাঈদ৷
নিউএরা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক মোস্তাক আহমেদ কিরনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রয়াত এবাদকের পিতা শফিউদ্দিন প্রামানিক, স্ত্রী সালমা খাতুন, নিউএরার চরমিরকামারী শাখার ব্যবস্থাপক আকমল হোসেন প্রমূখ৷
বক্তারা বলেন, নিউএরা ফাউন্ডেশনের সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা মরহুম এবাদত হোসেন একজন সত্ এবং সদালাপি মানুষ ছিলেন৷ চাকরী করা অবস্থায় নিষ্টার সাথে তিনি তার দায়িত্ব পালন করেছেন৷ প্রতিষ্ঠানের সকলের সাথে তার সুসম্পর্ক ছিল৷ আজ এবাদত নেই তার সনত্মানদের পড়াশুনার জন্য পলস্নী কর্ম সহায়ক ফাউন্ডেশন ৮০ হাজার টাকা ও নিউএরা ফাউন্ডেশন ৩০ হাজার টাকার চেক প্রদান করেছেন৷ এতে কিছুটা হলেও এবাদতের সনত্মানদের কাজে আসবে৷ বক্তারা আরও বলেন, এবাদতের পরিবর্তে তার স্ত্রীকে নিউএরা ফাউন্ডেশন চাকরী দিয়ে সহায়তা প্রদান করেছেন৷