সোমবার ● ২৭ মার্চ ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে স্বাধীনতা দিবস পালিত
ঈশ্বরগঞ্জে স্বাধীনতা দিবস পালিত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সূর্য্য উদয়ের সাথে সাথে শহীদদের স্বরণে শহীদ মিনার বেদীমূলে পুস্পস্থবক অর্পন করেন। পরে ঈশ্বরগঞ্জ থানা সংলগ্ন বীর শহীদদের কবরস্থান জিয়ারত, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে পুলিশের কুচকাওয়াজ ও উপজেলা পরিষদ হল রুমে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, সহকারী কমিশনার ভুমি মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, হাবিবুর রহমান আকন্দ হলুদ, আব্দুস সালাম প্রমুখ। সংবর্ধনা শেষে ২’শ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শাড়ি লুঙ্গী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এর পূর্বে মহান স্বাধীনতা দিবসে কবিতা আবৃতি, চিত্রাংকন, ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।