মঙ্গলবার ● ৪ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পানছড়িতে ভ্রাম্যমাণ আদালতের আর্থিক জরিমানা
পানছড়িতে ভ্রাম্যমাণ আদালতের আর্থিক জরিমানা
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়ির পানছড়িতে বাজার এলাকায় ৫টি মামলায় মোট ৬,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।
৩ এপ্রিল সোমবার বেলা১২ টার সময় এই জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ও কৃষি বিপনন আইন ২০১৮ এর ১৩ ধারাসহ বিভিন্ন ধারায় পণ্যের মূল্য তালিকা না থাকায়,দোকানে মেয়াদ উর্ত্তীন মালামাল রাখায় এই জরিমানা করা হয়।
এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ ব্যবসায়ীদের সতর্কতা করে বলেন সরকারের আইন মেনে সবাইকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। নয়তো আমাদের এই জরিমানা কার্যক্রম অব্যাহত থাকবে।