বুধবার ● ১৪ জুন ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে হত্যা মামলার আসামী র্যাবের হাতে গ্রেফতার
রাউজানে হত্যা মামলার আসামী র্যাবের হাতে গ্রেফতার
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে যুবলীগ কর্মী শহীদুল আলম হত্যা মামলার আরোও এক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। গ্রেপ্তার আসামীর নাম আবু তাহের ওরফে কালামনা। তিনি রাউজান সদর ইউনিয়নের হরিষ খান পাড়ার ইউনুচ কোম্পানী বাড়ির প্রয়াত ইউনুচ কোম্পানীর ছেলে।
রাউজান থানা সূত্রে জানা যায়, র্যাব-৭’র একটি দল তাহেরকে গ্রেপ্তার করে গত মঙ্গলবার রাতে থানায় হস্তান্তর করে। আজ ১৪ জুন বুধবার দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। যুবলীগ কর্মী শহীদুল আলম হত্যা মামলার অন্যতম আসামী আবু তাহেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, গ্রেপ্তার পরবর্তী মঙ্গলবার রাতে র্যাবের একটি দল তাহেরকে রাউজান থানায় হস্তান্তর করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি অভ্যন্তরীণ বিরোধের জেরে রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকায় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে খুন হন যুবলীগ কর্মী শহীদুল আলম। ফিল্মি স্টাইলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দ্রুত পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে নিহতের মা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামী আবু তাহের।
রাউজানে গরীব-দুঃখী মানুষের স্বপ্ন পূরণে ‘মানবতার কুঠির
রাউজান :: একটি কাঁচের আলমিরা। সেই আলমিরাতে সাজিয়ে রাখা হয়েছে নতুন নুতন কাপড়। কোনো তাকে শাড়ি-থ্রিপিস, আবার কোনো তাকে শার্ট, টি-শার্ট কিংবা লুঙ্গি। নিচের তাকে রাখা আছে নারী-পুরুষের নতুন জুতা। বিক্রয়ের উদ্দেশ্যে নয়, গরীব-দুঃখী অসহায় মানুষের জন্যই থরে থরে সাজিয়ে রাখা হয়েছে এসব নতুন কাপড়। অসহায় মানুষ দেখলেই খুলে দেওয়া হয় দরজা, পছন্দের কাপড় নিয়ে ফিরে যান তারা। এমন চিত্র চোখে পড়ে রাউজান পৌরসভা কার্যালয়ে।
জানা যায়, রাউজান পৌরসভার নিচ তলায় মানবতার কুটির স্থাপন করেছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রায় এক বছর ধরে বিনামূল্যে অসহায়-গরীব মানুষের স্বপ্ন পূরণ করে আসছে মানবতার কুঠির। নারী-পুরুষের জন্য রাউজান পৌরসভার বিনামূল্যে বস্ত্র আদান-প্রদান সেবা প্রদানকারী মানবতার কুঠিরের উদ্বোধন করেছিলেন এমপি। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসাধারণের মৌলিক চাহিদা (অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা) নিশ্চিত করেছেন। তারই ধারাবাহিকতায় স্থানীয় এমপি রাউজানের প্রতিটি মানুষের ভাগ্যোন্নোয়নে কাজ করছেন। তার নির্দেশনায় রাউজান পৌরসভা কার্যালয়ে মানবতার কুঠির স্থাপন করা হয়েছিল। তিনি আরও বলেন, আমাদের এমপি মহোদয়ের সুযোগ্য সন্তান তরুন রাজনীতিবিদ দেশে-বিদেশের দুর্যোগকালে মানবিক কর্মকান্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের মানবিক কর্মকান্ডে সবাইকে সহযোগিতা করতে হবে। মানবতার কুঠির প্রসঙ্গে তিনি বলেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের কথা মাথায় রেখে মানবতার কুঠির স্থাপন করা হয়েছিল। আমাদের এমপি মহোদয়ের নির্দেশনা পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিতের পাশাপাশি মানবিক কর্মকান্ডের মধ্যে দিয়ে মানুষের সুখ-দুঃখের সাথী হতে হবে।’