রবিবার ● ১৮ জুন ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পাকা আম হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দ উল্লাসে
রাউজানে পাকা আম হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দ উল্লাসে
আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: নিজেদের হাতে লাগানো গাছের পাকা আম হাতে পেয়ে আনন্দ উল্লাসে মাতোয়ারা রাউজানের বিনাজুরী হরিপদ স্মরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের পাশে রোপন করা ২০টি চারা গাছ থেকে তারা গত ১৪ জুন বুধবার পাকা আম সংগ্রহ করেছে। এসব আম বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষাকরা ভাগ করে দিয়েছেন শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে। প্রতিজন শিক্ষার্থী পাকা আম পেয়েছে দুটি করে।
উপজেলার রাউজান-নোয়াপাড়া সড়ক সেকশন-১ পাশের এই বিদ্যালয়টি কাগতিয়া বাজারের সাথে। বাজারের শত শত মানুষ আম হাতে শিশুদের আনন্দ উল্লাস উপভোগ করেছে বাজার থেকে বের হয়ে। গত বুধবার দুপুরের দেখা গেছে দুপুরের মধ্যাহ্ন বিরতিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে সারিবদ্ধ হয়ে দাড়িঁয়ে পাকা আম হাতে আনন্দ উল্লাস করতে। এসময় শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যরা শিক্ষার্থীদের হাতে আম দিতে দিতে পরিবেশ সচেতনা ও গাছের চারা লাগানোর প্রতি শিশুদের উৎসাহিত করতে দেখা গেছে।
পাকা হাতে উল্লাস করতে করতে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অর্ণব কুমার বিশ্বাস শিক্ষক অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে চিৎকার করে বলছিলেন স্যার আমি যেই চারাটি লাগিয়েছিলাম, সেই গাছের পাকা আম হাতে পেয়েছি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজিব চৌধুরী বলেছেন কমিটির সদস্যরা শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়ে চারা গাছ গুলোর নিয়মিত পরিচর্যা করে আসায় এখন প্রতিটি গাছে ফল দিচ্ছে। নিজেদের হাতে লাগানো চারা গাছে পাকা আম হাতে পেয়ে আজ ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে এই আনন্দ উচ্ছ্বাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সোলাইমান বলেছেন গত বছরও কিছু গাছে ফলন পাওয়া গিয়েছিল। এবছর প্রায় প্রতিটি গাছে এক থেকে দেড়’শ করে আম ধরেছে। এই শিক্ষক বলেন সমাগত বর্ষায় আরো চারা গাছ রোপন করা হবে বিদ্যালয় আঙ্গীনায়।