শনিবার ● ২৪ জুন ২০২৩
প্রথম পাতা » পরবাস » নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অভিনন্দিত
নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অভিনন্দিত
লন্ডন :: রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট (আরসিটি) আয়োজিত এক সভায় সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দিত করা হয়েছে।
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের (আরসিটি) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন চৌধুরীর সঞ্চালনায় গত ২২ জুন বৃহস্পতিবার, সন্ধ্যায় রেডব্রিজের নিউবারি পার্কের অ্যাপল রিয়েল এস্টেটে আয়োজিত এক সভায় আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রতি প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।
উল্লেখ্য যে, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সদস্য রেডব্রিজের বাসিন্দা আনোয়ারুজ্জামান চৌধুরী গত ২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।
আরসিটির সভায় বক্তারা আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানিয়ে বলেন, “সিলেট সিটির মানুষ একজন মেধাবী, সৎ ও যোগ্য ব্যক্তিকে তাদের মেয়র হিসেবে বেছে নিয়েছে। এ জন্য আমরা সিলেট মহানগরীর বাসিন্দাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সভায় বক্তারা আরও বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য এবং সিলেটে সমান জনপ্রিয়, আমরা তাকে নিয়ে অত্যন্ত গর্বিত।” “তিনি তাঁর মেধা, নিষ্ঠা ও প্রজ্ঞা দিয়ে সিলেট মহানগরীকে বিশ্বের আধুনিক মহানগরীতে পরিণত করতে সক্ষম হবেন বলে আমরা গভীরভাবে আশাবাদী।
সভায় বক্তৃতা করেন আফসার হোসেন এনাম, ওয়াজিদ হাসান সেলিম, মোহাম্মদ ফারুক উদ্দিন, মিছবাহ জামাল, ময়েন উদ্দিন আনসার, ডা. সৈয়দ মাশুক আহমেদ, জয়নুল চৌধুরী, মামুন রহমান, নিয়াজ চৌধুরী, আবু সোহেল, মইনুল ইসলাম, হুমায়ুন কবির, মাকসুদ আহমেদ, এনামুল হক প্রমুখ।
আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানানোর জন্য আরসিটি আয়োজিত সভা শেষে সদস্যরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
সিলেট সিটি নির্বাচনে বিজয়ী মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের অভিনন্দন
লন্ডন :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়ায় রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের (আরসিটি) সভাপতিসহ অন্যান্য কর্মকর্তারা অভিনন্দন জানিয়েছেন।
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের (আরসিটি) পক্ষে সভাপতি আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, কোষাধ্যক্ষ আনামুল হক, সহ-সভাপতি আফসার হোসেন এনাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মিছবাহ জামাল আজ বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিপুল ভোটে সিলেট সিটির মেয়র নির্বাচিত হওয়ায় আনোয়ারুজ্জামান চৌধুরীকে এই অভিনন্দন জানান।
আরসিটির কর্মকর্তারা বিবৃতিতে আরও বলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং এবং রেডব্রিজের বাসিন্দা আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট ও লন্ডনের গৌরব।
আরসিটি কর্মকর্তারা বিবৃতিতে আরও বলেন, আমাদের দৃঢ়বিশ্বাস নবনির্বাচিত মেয়র সিলেট সিটির উন্নয়ন এবং নাগরিকদের কল্যাণে কঠোর পরিশ্রম, আন্তরিকতা ও সততার সাথে কাজ করবেন এবং সিলেট সিটিকে উন্নত বিশ্বের আদলে গড়ে তুলতে সচেষ্ট থাকবেন।