বুধবার ● ২৮ জুন ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় জোড়া খুন ও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-৫
কুষ্টিয়ায় জোড়া খুন ও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-৫
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ার খোকসায় জোড়া খুন ও ডাকাতির ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে রাজবাড়ীর পাংশা এবং কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ীর পাংশা থানার বসা গ্রামের মনছের মণ্ডলের ছেলে মতিয়ার মণ্ডল (৪৭) ও তাঁর ভাই শান্ত মণ্ডল (২০)। কুষ্টিয়ার খোকসা থানার ওসমানপুর কলপাড়া এলাকার মজিদ শেখের ছেলে সাহস শেখ (২১), একই উপজেলার খানপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রয়েল হোসেন (২১) এবং বসোয়া গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে শুকাই আলী প্রামাণিক (২৫)। গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে লুটের স্বর্ণালংকারসহ বেশ কিছু জিনিস উদ্ধার করে পুলিশ। বুধবার কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম স্বাক্ষরিত প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানানো হয়।
গত ২৭ তারিখ মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংএ বলা হয়, গত ১৭ জুন দিবাগত রাতে ১৭-১৮ জনের একটি ডাকাত দল গড়াই নদের আইয়ুবের ঘাট চরে একত্রিত হয়। কুষ্টিয়ার খোকসা বাজারের ব্যবসায়ী অশোক এবং তাঁর ভাই অসিম পালের বাড়িতে ডাকাতির উদ্দেশে তারা সেখানে একত্রিত হয়। ডাকাতির পরিকল্পনার একপর্যায়ে ডাকাত দলের সদস্য সামাদ এবং ফারুকের সঙ্গে দলের অন্য সদস্যদের কথা-কাটাকাটি হয়। মত বিরোধের কারণে ক্ষিপ্ত হয়ে ওই সময় সামাদ এবং ফারুককে জবাই করে হত্যা করে বালুচাপা দেয় অন্যান্য ডাকাত সদস্যরা। পরে পরিকল্পলা অনুযায়ী ওই দিন রাতে অশোক এবং অসিমের বাড়িতে ডাকাতি করে তাঁরা।
পুলিশ সুপার জানান, ডাকাতির ঘটনার পর স্থানীয়দের তথ্যের ভিত্তিতে গত ২০ এবং ২১ জুন খোকসার ওসমানপুর ইউনিয়নের গড়াই নদের চর এলাকা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। আর ডাকাতির ঘটনার পরের দিন অসিম পাল বাদী হয়ে খোকসা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির কথা স্বীকার করেছেন। এ সময় তারা দুই ব্যক্তিকে গলা কেটে হত্যার পর বালু চাপা দিয়ে রাখার কথাও স্বীকার করেছেন। মূলত মতবিরোধের কারণে ডাকাত দলের সদস্য সামাদ (৩৩) এবং ফারুককে (২৮) তারা গলা কেটে হত্যা করে। হত্যার পর মরদেহ গুমের জন্য চরের মধ্যে বালুচাপা দেয়। গ্রেপ্তারকৃত ৫ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক প্রদান করলেন এমপি হানিফ
কুষ্টিয়া :: কুষ্টিয়ায় সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রদত্ত প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুন ) সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে অবস্থিত মাহবুব উল আলম হানিফ এমপি’র বাড়ির সামনে মঞ্চে এসব চেক বিতরণ করা হয়। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংবাদিকদের মাঝে চেক প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ মাহবুব উল আলম হানিফ। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, অ্যাড. শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ প্রমুখ। সভার সভাপতিত্ব করেন, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। সভা সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। জেলার মোট ৮০ জন সাংবাদিককে ১০ হাজার টাকা করে মোট ৮ লাখ টাকা সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, বর্তমান সরকার মিডিয়াবান্ধব সরকার। আমরা বিশ্বাস করি গণমাধ্যম যত স্বাধীন এবং বাঁধাহীন হবে গণতন্ত্র তত সমৃদ্ধ ও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে যা করছেন, যে অবদান রাখছেন তা অতীতের কোন সরকার করেনি। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রেস কাউন্সিল গঠন করেছিলেন আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সকলের প্রতি দৃষ্টি আছে। বর্তমান সরকারের আমলে বিভিন্ন ক্যাটাগরিতে যত আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এর আগে কোন সরকার জনগণের পাশে এসে এইভাবে কখনো সহযোগিতা করেনি । এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, রাষ্ট্র এবং সমাজের কল্যাণে সাংবাদিকদের দায়িত্ব অনেক।বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিক রয়েছে।
কুষ্টিয়ায় কৃষি উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এমপি হানিফ
কুষ্টিয়া :: কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের আয়োজনে কৃষি উপকরণ, খামারীদের আর্থিক প্রনোদনা ও আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। গত ২৬ তারিখ সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কুষ্টিয়া সদর-৩ আসনের এমপি মাহবুব-উল আলম হানিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল উপকরন ও আর্থিক সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যান্সার, কিডনি ফেইলিওর, লিভার সিরসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান করেন। পাট অধিদপ্তরের আওতায় পাট উৎপাদনকারী কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক স্যার বিতরণ করেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় খামারী পর্যায়ে উচ্চ উৎপাদনশীল জাতের ঘাসের প্রদর্শনী প্লট স্থাপনের নিমিত্তে খামারীদের আর্থিক প্রণোদনা প্রদান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কৃষকদের মাঝে আমন প্রণোদনার হাইব্রিড বীজ ও আমন সমলয় প্রণোদনার উপকরণ বীজ, সার, প্লাস্টিক ট্রে বিতরণ করেন।
এ সময় কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা নিবাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আওয়ামী-লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।