রবিবার ● ২ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মীরসরাই এসএসসি ৯৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত
মীরসরাই এসএসসি ৯৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: “যেথায় থাকি যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে” এই মূলমন্ত্রে এসএসসি ব্যাচ ৯৬, মীরসরাই উপজেলা’র পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুলাই) দিনব্যাপী অনুষ্ঠান আরশি নগর ফিউচার পার্কে ব্যাচের সদস্য ও অনুষ্ঠানের সদস্য সচিব নিজাম উদ্দিন এবং ব্যাচের সদস্য মোঃ হোসেন টুটুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের আহবায়ক ইঞ্জিনিয়ার কামরুল আলমের সভাপতিত্বে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ৯৬ ব্যাচের সদস্য ও ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার।
দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ধুমঘাট হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক, গীতা পাঠ করেন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বাবু উজ্জ্বল কুমার দে, ত্রিপিটক পাঠ করেন সরকারহাট এন.আর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নয়ন বড়ুয়া।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদাত হোসেন, দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আকাশ মাহমুদ, ধুমঘাট হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোতাহার হোসেন, মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আ.জ.ম টুটুল, ঝুলনপুল বেনী মাধব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আমান উল্যাহ লিটন। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল করিম মাষ্টার, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদাত হোসেন, দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আকাশ মাহমুদ।
পুণর্মিলনী অনুষ্ঠানে মাদ্রাসা সহ মিরসরাই উপজেলার ৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬২৪ জন নিবন্ধন করে এবং অতিথি, শিক্ষার্থীদের পরিবার পরিজন সহ প্রায় ৮ শতাধিক লোকের সমাগম ঘটে। অনুষ্ঠানে যাদু প্রদর্শন করেন মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল বারী শিবলু। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে শিক্ষার্থী ও তাদের সন্তান এবং আগত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
পুনর্মিলনী অনুষ্ঠানের সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, বেশ কিছু দিন আগে থেকে ব্যাচের বন্ধুদের একত্রিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে এবং যেই চিন্তা সেই কাজ। স্কুল ভিত্তিক প্রতিনিধিদের মাধ্যমে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে, সময় লোকেশন নির্ধারণ করে আমরা সবাই একত্রিত হতে পেরে সত্যি আবিভূত। আগামীতে আরও বড় পরিসরে এইধরনের আয়োজন করার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং সেই সাথে ব্যাচের বন্ধুদের মধ্যে যারা অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত তাদের নিয়ে মানবিক কাজের মধ্যে দিয়ে ৯৬ ব্যাচকে একটা অবস্থানে নিয়ে যেতে সকল ব্যাচম্যাট বন্ধুদের সহযোগিতা কামনা করেন।
পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজক কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার কামরুল আলম জানান, ভবিষ্যতে সব বন্ধু মিলে আমাদের এই ব্যাচকে সাংগঠনিক রূপ দেওয়ার মাধ্যমে আর্থিকভাবে যারা পিছিয়ে আছেন, কিংবা মেধাবী সন্তানদের পড়াশোনায় সহায়তা, বন্ধুদের যেকোনও বিপদে ও আনন্দে পাশে থাকা ও রাষ্ট্রীয় কোনও দুর্যোগে মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকবে।
সকালে টি-শার্ট ও কুপন বিতরণ, পবিত্র কুরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ, জাতীয় সঙ্গীত পরিবেশন, কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়ে আলোচনা সভা, স্মৃতিচারণ, ফটোসেশান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র’য়ের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।