রবিবার ● ২ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ঈদ পুনর্মিলনী
রাউজানে ঈদ পুনর্মিলনী
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: কদলপুর স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান শুক্রবার বিকাল চারটায় কদলপুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী। কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র সমিতির উপদেষ্টা সদস্য সচিব আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ আলী, উপদেষ্টা সদস্য এডভোকেট কাজী মুহাম্মাদ নজমুল হক, এস এম শাহাবুদ্দিন, সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা গিয়াস উদ্দিন চৌধুরী, অধ্যাপক লিয়াকত আলী চৌধুরী, অধ্যক্ষ মো. ওমর ফারুক, সমাজসেবক ও দানবীর এম এস এ তাহের। কদলপুর স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি বিশ্বজিত ভট্টাচার্যের পরিচালনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মো. মুজিবর রহমান, ফাহিম উদ্দিন শাহ মন্টু, শংকর বড়ুয়া, আইয়ুবুল ইসলাম চৌধুরী, আশুতোষ বড়ুয়া, ডা. মোহাম্মদ জাফর আলী, এস এম হান্নান উদ্দিন, মো. আমিনুল হক মিন্টু, মো. মোবারক আলী, সমিতির সিনিয়র সহ সভাপতি মো. সেলিম উদ্দীন, সহ সভাপতি মুহাম্মদ আরমান চৌধুরী বাপ্পি, সাধারণ সম্পাদক মো. ফরহাদুর রহমান চৌধুরী, ছৈয়দ মো. মকছুদুল আলম, কদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাসেদুল ইসলাম, মো. ইদ্রিচ, মঈনুদ্দিন চৌধুরী, পংকজ ভট্টাচার্য্য, মো. সাইফুল্লাহ আনছারী, মো. আবদুল সালাম, মো. রবিউল হোসেন শাহ, মো. আজগর আলী চৌধুরী, মো. হেলাল উদ্দিন, হাসান উদ্দিন চৌধুরী, আহসানুল করিম আনাস, মো জামসেদ, জুয়েল ভট্টাচার্য, মো. সাইফুদ্দিন, আহমদ ছফা নাঈম, ইমাম হোসেন চৌধুরী, নিতাই বিশ্বাস, তন্ময় ভট্টাচার্য, দিপু দাশসহ প্রমুখ। পরে প্রধান অতিথি সেলাই মেশিন ও শিক্ষার্থীদর মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন।