রবিবার ● ২ জুলাই ২০২৩
প্রথম পাতা » বগুড়া » গাবতলীতে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
গাবতলীতে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: শনিবার (১লা জুলাই) বগুড়ার গাবতলী ফ্রেন্ডস সার্কেল (জিএফসি) উদ্যোগে মুক্তিযোদ্ধা স্কুল ও কলেজে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামীলীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন।
সংগঠনের সভাপতি রেজাউল করিম মহব্বত এর সভাপতিত্বে এতে বরেণ্য অতিথির বক্তব্য রাখেন প্রধান পৃষ্ঠপোষক ও সংগঠনের প্রধান উপদেষ্টা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগ বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী সনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন। সংগঠনের যুগ্ম সাঃ সম্পাদক ডাঃ শামীম হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বুলবুল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী হুমায়ুন কবির, উপদেষ্টা প্রকৌশলী ড. মোস্তাকুর রহমান সুমন, সহকারী অধ্যাপক সারোয়ার মোর্শেদ নয়ন, মোস্তাফিজার রহমান মজনু, মনিরুল ইসলাম মিলন, আব্দুস সবুর পিন্টু, প্রতিষ্ঠাতা সদস্য আজিজুর রহমান সোহেল, যুগ্ম সাঃ সম্পাদক শরিফুর রহমান মিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, রোকসান হাফিজ সুমন, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ-প্রচার সম্পাদক আল আমিন মন্ডল, অর্থ সম্পাদক আব্দুর রহিম, ধর্ম বিষয়ক সম্পাদক রায়হানুল হক, আইন বিষয়ক সম্পাদক সাত্তার হোসেন, ক্রীড়া সম্পাদক সোহানুর রহমান শাওন, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল শ্রাবন, পরিকল্পনা ও উন্নয়ণ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, মিড়িয়া ও কমিউনিকেশন বিষয়ক সম্পাদক গোলাম সারোয়ার রাব্বী, নির্বাহী সদস্য ইউনুছ আলী সহ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদঅর্থ (বৃত্তি) প্রদান করা হয়।
ঈদশুভেচ্ছা বিনিময় করলেন সাবেক এমপি লালু
বগুড়া :: শনিবার সারাদিন বগুড়ার গাবতলী উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গদলের নেতা-কর্মী এবং সাধারন মানুষের সঙ্গে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ‘ঈদ শুভেচ্ছা’ ও কুশল বিনিময় করলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন কাগইল ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সদস্য আগানিহাল বিন জলিল তপন, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, বিএনপির নেতা শফিকুল ইসলাম, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা শাখার সহ-সভাপতি শাহ আলম রাসেল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আলপনা কবির বাবু, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব আব্দুল মান্নান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক হারুনুর রশিদ হারুন, ইউনিয়ন মৎস্যজীবিদলের সভাপতি মাহবুর রহমান হান্নান, সাধারন সম্পাদক শাহজাহান আলী, যুবদল নেতা সাইফুল, সোহেল, শামীম, মোজাহিদ, নাহিদ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কাগইল ইউনিয়ন শাখার সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী, স্থানীয় গোলাম রব্বানী, মোজাহিদ, জাহিদুল ইসলাম প্রমূখ।
ঈদ পুনমিলনী উপলক্ষে ব্যাচভিক্তিক ক্রিকেট টুর্নামেন্ট
বগুড়া :: ঈদ পুনমিলনী উপলক্ষে শনিবার বগুড়ার গাবতলীর কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয়ে ব্যাচ ভিক্তিক ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। কাগইল ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক সাজেদুর রহমান শামীমের সভাপতিত্ত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মীম পোদ্দার। আরো বক্তব্য রাখেন ডাঃ নিল রতন দেব, তরুন কুমার দত্ত রিপন, শিক্ষক নিতাই চন্দ্র মন্ডল। আয়োজনে ও দিক-নিদের্শনায় ছিলেন আবু হাসনাত লিমন, আসাদুজ্জামান নুর রাকু, তানভির তারেক নিশান, জুলফিকার জাহান পিয়াস, আশিকুর রহমান সহ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। ফাইনালে ২০০৮ইং সালের ব্যাচ বনাম ২০১৩ইং সাল ব্যাচের খেলা অনুষ্ঠিত হলে ২০১৩ইং সাল শিক্ষার্থীবৃন্দ চাম্পিয়ান হন। এ খেলায় সহযোগিতায় ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এজেন্ট শাখা কাগইল, মিডল্যান্ড ব্যাংক এজেন্ট শাখা কাগইল এবং মিষ্টি ফুড। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।