বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০২৩
প্রথম পাতা » গুনীজন » বামপন্থী নেতা হামিদুল হক আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বামপন্থী নেতা হামিদুল হক আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বিশিষ্ট বামপন্থী নেতা হামিদুল হক গতরাতে শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। তিনি ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি ও বাম গণতান্ত্রিক জোট এর অন্যতম নেতা।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে দেশের বিশিষ্ট বামপন্থী নেতা বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনেরর সভাপতি কমরেড হামিদুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন, তাঁর মৃত্যুতে দেশের বামপন্থী প্রগতিশীল আন্দোলন এক নিবেদিতপ্রাণ নেতা ও সংগঠককে হারিয়েছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গত পাঁচ দশকে দেশের বিপ্লবী গণতান্ত্রিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তিনি গুরুত্বপূর্ণ স্বাক্ষ দিয়েছিলেন। গণতান্ত্রিক বাম মোর্চা ও বাম গণতান্ত্রিক জোটেও তিনি বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করেছেন।
তিনি বলেন, সাম্যবাদী বিপ্লবী আদর্শে বিশ্বাসী হামিদুল হক ছিলেন, ঋজু, স্পষ্টভাসী ও সাহসী। দেশের মানুষের অধিকার ও মুক্তির লক্ষ্যে তিনি আমৃত্যু কাজ করেছেন।কমরেড হামিদুল হকের শুণ্যতা বহুদিন অনুভূত হবে।
বিবৃতিতে তিনি হামিদুল হকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার স্বজন, সহকর্মী ও গুণমুগ্ধদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সুইডেনের স্টকহোমে কোরান শরীফ পোড়ানোর ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র ক্ষোভ ও প্রতিবাদ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ঈদের দিন সুইডেনের স্টকহোমে পবিত্র কোরান শরীফ পোড়ানোর ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন সুইডিশ সরকার ও প্রশাসনের প্রচ্ছন্ন মদদে সংগঠিত এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।
বিবৃতিতে তিনি বলেন, এই ঘটনা বাংলাদেশের মুসলমান ধর্মালম্বী মানুষসহ সারা দুনিয়ার মুসলমান ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত করেছে। ধর্মপ্রাণ কোন সম্প্রদায়ের মানুষই ধর্মগ্রন্থের এই ধরনের অবমাননা মেনে নিতে পারেনা। তিনি বলেন, ধর্মপ্রাণ ও কান্ডজ্ঞান সম্পন্ন কোন মানুষ কোন ধর্মগ্রন্থকে অবমাননা করতে পারেনা।
তিনি বলেন সুইডেনে কোরান অবমাননার এই ঘটনা পুরোপুরি বিদ্বেষপ্রসুত ও উসকানিমূলক।
তিনি অনতিবিলম্বে কোরান অবমাননাকারী ব্যক্তিকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন। একইসাথে সুইডিশ সরকারের ক্ষমাপ্রার্থনাসহ তাদের পূর্ণাংগ ব্যাখ্যা দাবি করেছেন।