শনিবার ● ৮ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে ২ বছর পূর্তি উপলক্ষ্যে নিখিল কুমার চাকমাকে শুভেচ্ছা
উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে ২ বছর পূর্তি উপলক্ষ্যে নিখিল কুমার চাকমাকে শুভেচ্ছা
রাঙামাটি :: বৃহস্পতিবার ৬ জুলাই বেলা এগার ঘটিকার সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) হিসেবে নিখিল কুমার চাকমা এর ২ বছরপূর্তি উপলক্ষ্যে চেয়ারম্যানের দপ্তরে বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব) এর নেতৃত্বে কর্মকর্তা/কর্মচারীদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়।
চেয়ারম্যান বলেন, আমার ২ বছর মেয়াদে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে দায়িত্ব অর্পণ করেছিলেন সেটা সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছি। তিনি র্আও বলেন, বোর্ডকে আপন মনে গ্রহণ করে সবার সাথে সোহার্দ্যপূর্ণ পরিবেশ বজার রাখার চেষ্টা করেছি। ২ বছর মেয়াদে বোর্ডের কর্মকর্তা/কর্মচারী সকলে নিজ নিজ দায়িত্ব পালন করেছেন। ফলে বোর্ডের বিভিন্ন কর্মকান্ডে সবার কাছে গ্রহণযাগ্যতার দিক থেকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে। এজন্য তিনি বোর্ডের সকল কর্মকর্তা/কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
ভাইস চেয়ারম্যান বলেন, চেয়ারম্যান হিসেবে ২ বছর মেয়াদে দায়িত্ব পালনকালিন কর্মকর্তা/কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের সোহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ আপনার সুযোগ্য নেতৃত্বের কারণে বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদিত হয়েছে। তিনি আরও বলেন, আপনার মেয়াদে তিন পার্বত্য জেলায় যেসব দুর্গম এলাকায় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন হয়েছে সেসব এলাকার দৃশ্যমান সুষম উন্নয়নের কথা বোর্ড ও পার্বত্যবাসীর কাছে একটা মাইলফলক হয়ে থাকবে।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সরকারের উপসচিব সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ, সদস্য পরিকল্পনা ও সদস্য প্রশাসন মোঃ জসীম উদ্দিন (উপসচিব), খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন, বান্দরবান পার্বত্য জেলার নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, রাঙামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মতিউর রহমান, মোঃ খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী সহকারী; ত্রয়া সরকার, সহকারী প্রকৌশলী, ডিজী ত্রিপুরা তথ্য কর্মকর্তা, পরিকল্পনা কর্মকর্তা মনতোষ চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ জাকির হোসেনসহ বোর্ড ও বোর্ডের আওতায় বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।