সোমবার ● ১৭ জুলাই ২০২৩
প্রথম পাতা » পরবাস » নিউবারিপার্ক মসজিদে অমুসলিমদের জন্য উন্মুক্ত দিবস এবং ইসলামিক প্রদর্শনী
নিউবারিপার্ক মসজিদে অমুসলিমদের জন্য উন্মুক্ত দিবস এবং ইসলামিক প্রদর্শনী
লন্ডন :: নিউবারিপার্ক মসজিদ এবং ইসলামিক সেন্টার (NPMIC) এবং মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (MC) (পূর্ব অঞ্চলের) উদ্যোগে এবং ‘ইসলামকে জানুন’ নামে একটি দাতব্য সংগঠনের সহযোগিতায় আজ ১৬ জুলাই রবিবার নিউবারিপার্ক মসজিদে ইসলামিক প্রদর্শনী এবং অমুসলিমদের ইসলামের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে অবহিত করার জন্য উন্মুক্ত দিবসের আয়োজন করা হয়।
ইসলামিক প্রদর্শনীটি দেখতে শতাধিক মুসলিম এবং ভিন্ন ধর্মাবলম্বী মানুষজন এবং ঈশ্বরে বিশ্বাসী ৫০জন অমুসলিম উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে ধর্মীয় ছবি, বই এবং ঐতিহাসিক স্থান যেমন পবিত্র মক্কা এবং মদিনা আল মনোওয়ারা এবং আল আকসা মসজিদসহ ইসলামের ঐতিহাসিক বিভিন্ন ছবি প্রদর্শিত হয়।
উল্লেখ্য যে, নিউবারিপার্ক মসজিদটি পরিষেবার জন্য জনপ্রিয় এবং সুষ্ঠু ব্যবস্থাপনা ও কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই মসজিদে মুসল্লিসংখ্যা দ্রুত বাড়ছে।
বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিউবারিপার্ক মসজিদে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় অনেক কাউন্সিলরসহ রেডব্রিজ কাউন্সিলের মেয়র উপস্থিত ছিলেন।
ইমাম মহিউদ্দীন মিকদাদ ও ইমাম আবদুল্লাহ আল মওদুদ ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন্ । প্রদর্শনীটি সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা ছিল। নামাজে সমবেত সকল মুসল্লিদের ও অতিথিরা মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহণ করেন।
মুসল্লি ও স্বেচ্ছাসেবকসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা মসজিদের পাশে প্রদর্শিত ছবি দেখিয়ে ইসলামী ইতিহাস ব্যাখ্যা করেন । এদের মধ্যে ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব হোসেন রুনু, সেক্রেটারি বাহার উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, যুগ্ম কোষাধ্যক্ষ গোলাম মো. রফিক, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ, এএইচ ফারুক উদ্দিন, মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল, ময়মন, আবুল কালাম, আবদুল মুহিত, অধ্যাপক নুরুল হক তারেক চৌধুরী, আলহাজ মোহাম্মদ অহিদ উদ্দিন, টিপু, আবদুল হক প্রমুখ।