বৃহস্পতিবার ● ২৭ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রোকন মাদক মামলায় কারাগারে
রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রোকন মাদক মামলায় কারাগারে
স্টাফ রিপোর্টার :: অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ২৪(ক)/৪১ ধারার অপরাধে রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ এমরান রোকনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত সোমবার ২৪ জুলাই দুপুরে রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে আসামিকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।
কোতয়ালী থানার সাধারণ ডায়েরী নং- ১২২৬, তারিখ ২৩/০৭/২০২৩ ও প্রাথমিক তথ্য বিবরণী কোতয়ালী থানার স্মারক নং-৩৬৪০(৩)/১ তারিখ ২৪/০৭/২০২৩ মূলে এজাহার সূত্রে জানা গেছে, গত রবিবার ২৩ জুলাই রাত ৯টার দিকে গ্রেফতারকৃত আসামী শাহ এমরান রোকন (৪২), পিতা- মৃত সেলিম মিয়া, মাতা- মোমেনা খাতুন, সাং- চম্পকনগর, ০৮নং ওয়ার্ড, রাঙামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি ও পলাতক আসামী শিবাশীষ আইচ (৪৮), পিতা-হৃদয় রঞ্জন আইচ, মাতা-মিনু প্রভা দাশ, স্ত্রী-আনন্দ কানুনগো, সাং- (বনশ্রী সড়ক, দেবাশীষ নগর, ০৮নং ওয়ার্ড, রাঙামাটি পৌরসভা), থানা- কোতয়ালী, জেলা – রাঙামাটি মোটরসাইকেল যোগে স্টেডিয়াম এলাকা থেকে বনরূপার দিকে যাওয়ার পথে পলাতক ০২নং আসামী শিবাশীষ আইচ অজ্ঞাতস্থান হইতে উক্ত চোলাইমদ সংগ্রহ করিয়া ধৃত আসামী শাহ এমরান রোকন এর সহায়তায় বিক্রয়ের জন্য নিয়ে যাইতেছিল পুলিশ ব্যাগে কি আছে জিজ্ঞাসা করিলে মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল গতি বাড়িয়ে দেয়। তাতে পিছনে ঝুলানো একটি প্লাস্টিকের ব্যাগ ছিড়ে নিচে পড়ে যায়। চোলাই মদ নিয়ে এসআই (নিঃ) সাইমা সুলতানা আসামি রোকনকে আটক করতে পারলেও আরেক আসামি শিবাশীষ পালিয়ে যায়। পরে রোকনের ব্যাগ থেকে ৩ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, ঘটনার সময় দায়িত্বরত ও মামলার বাদী পুলিশ উপপরিদর্শক (এসআই) সাইমা সুলতানার সঙ্গে বাকবিতন্ডায় জড়ান সাবেক ছাত্রলীগ নেতা শাহ এমরান রোকন।
শাহ এমরান রোকন ২০১০ সাল থেকে ২০১৫ পর্যন্ত রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। রোকন বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতিতি (এফপিএবি) রাঙামাটি শাখার সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন। ওসি বলেন, গ্রেফতারকৃত রোকনকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামির জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।