শনিবার ● ১৯ আগস্ট ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ঘোড়াঘাটে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়ার শাখা মাইলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রাসেল মিয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার ১৯ আগস্ট দুপুরে ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বারপাইকেরগড় পাতিলাকুড়া নামক এলাকায় নদীতে গোসল করতে নেমে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু বারপাইকেরগড় গ্রামের লোকমান শেখের ছেলে।
স্থানীয়রা ও সংশ্লিষ্ট ইউপি সদস্য সোনা মিয়া মোল্লা জানান, পরিবারের লোকজনের অগোচরে শিশুটি অন্য শিশুদের সাথে নদীতে গোসল করতে যায়। গোসল শেষে অন্য শিশুরা বাড়িতে আসে। এরপর গোসলের এক পর্যায়ে শিশুটি সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন দীর্ঘক্ষণ শিশুটিকে না দেখতে পেয়ে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, আনুমানিক দুপুর ১ টার দিকে শিশু পানিতে ডুবে গেলে পরিবারের লোকজন খোঁজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে খবর পেয়ে বিকেল ৪ টার দিকে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে গিয়ে শিশুটির সুরুতহাল রিপোর্ট তৈরি হয়েছে। মৃত্যুর ঘটনায় পরিবারের কারো কোন অভিযোগ নেই। এ ঘটনায় ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।