সোমবার ● ২১ আগস্ট ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা
ঘোড়াঘাটে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: ২০০৪ সালের ভয়াল ২১ শে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরচিত গ্রেনেড হামলা ও আইভি রহমানসহ নেতাকর্মীদের হত্যায় নিহত শহীদের স্মরণে দিনাজপুরের ঘোড়াঘাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২১ আগষ্ট বিকেল ৫ টায় উপজেলার রানীগঞ্জ বাজারে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রধান ও কেন্দ্রীয় সংসদ থেকে যাকে মনোনয়ন দিবে আমরা কোন দলীয় কোন্দল না করে নৌকা প্রতীকের পক্ষে কাজ করে যাবো।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক সদের আলী খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পরিষদ সদস্য আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাসার, সহ-সভাপতি মাতিয়াস মার্ডি, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান পায়েল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লস্কর, আইন বিষয়ক মাহবুব কায়সার ইমন, দপ্তর সম্পাদক ফারুক খন্দকার, ৩নং সিংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল, ১নং বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান প্রধান প্রমুখ।
আলোচনা শেষে শহীদদের স্মরণে তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ৩নং সিংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।