সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলা » গাবতলীতে উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা
গাবতলীতে উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা
আল আমিন মন্ডল,বগুড়া প্রতিনিধি :: উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে শনিবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ঐতিহ্যবাহী তরনীহাট ইছামতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুদীপ কুমার চক্রবর্ত্তী((বিপিএম-সেবা-পিপিএম)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোজাম্মেল হক লালু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সনাতন চন্দ্র সরকার, বাগবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ মুন্নাফ, বালিয়াদিঘী ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী ফকির এবং গাবতলী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব সাজেদুর রহমান মোহন প্রমূখ। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
গাবতলীতে সুজন এর উদ্যোগে চারাগাছ রোপন বিতরণ
বগুড়া :: সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়ার গাবতলী উপজেলা কমিটির উদ্যোগে গতকাল স্থানীয় মহিষাবান ইউনিয়ন পরিষদের সামনে চারাগাছ রোপন ও বিতরণ করা হয়েছে। এ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম মুক্তা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন, মহিষাবান ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ মন্ডল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব ও জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি এবং স্থানীয় ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি লুৎফর রহমান সরকার স্বপন। সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটির সদস্য আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা’র পরিচালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা কমিটির সদস্য অধ্যাপক আবু নছর মোহাম্মদ আলম, প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সুজা, শিক্ষক আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস, স্থানীয় তুলসী রানী, ইউপি সদস্য শাহজাহান আলী ও আমেনা বেগম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
গাবতলীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাঁতারু প্রশিক্ষণের উদ্বোধন
বগুড়া :: বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্যোগে পৌর সদরের পশ্চিমপাড়া গ্রামের আয়োজিত জাতীয় পর্যায়ে ক্ষুদে সাঁতারু বাছাই ও ৩মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা বিএনপির সদস্য পৌর মেয়র সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল হোসেন মোল্লা। উদ্বোধন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান আতিক। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামল তরফদার, কোষাধ্যক্ষ হামিদুল হক শিলু, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, কৃষি বিষয়ক সম্পাদক নুরুজ্জামান সজল, শ্রমবিষয়ক সম্পাদক রহেদুজ্জামান, পৌর কাউন্সিলর ওবাইদুর রহমান জ্যাক, বিএনপি নেতা লিটু, যুবদল নেতা তাজুল, দৌলত, নিপুল, সাব্বির, ছনি, এজাজুল, বাবু, রবিউল, রানা, শহীদুল, পৌর শ্রমিকদলের সহ-সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক আরিফুল, সাংগঠনিক সম্পাদক আল-আমিন বারী মর্ণিং, শ্রমিকদল নেতা বাপ্পী, বিপ্লব, সিহাব, জীবন, ছাত্রদল নেতা আ: আলীম শাওন, মঈনুল, মমিন প্রমুখ। সাঁতারু প্রশিক্ষক হিসেবে ছিলেন মাসুদ রানা ও জামিলা খাতুন।
তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে গাবতলীতে বিএনপির দোয়া মাহফিল
বগুড়া :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উদযাপন উপলক্ষে ৩রা সেপ্টেম্বর রবিবার বগুড়ার গাবতলী পৌর সদরে কেন্দ্রীয় জামে মসজিদে পৌর বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোল্লা, পৌর বিএনপির সাবেক আহবায়ক ডাঃ ছাবেদ আলী, পৌর বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান মতি, এস্কেন্দার আলী ময়না, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, প্রচার সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক নুরুজ্জামান সজল, বিএনপি নেতা রফিকুল ইসলাম, ফিজার, জিন্না, লিটু, গোফ্ফার, আবুল কালাম, সবুর, হান্নান, রাজ্জাক, রেজাউল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সম্রাট মাহারুফ, যুবদল নেতা তাজুল, দৌলত, নিপুল, সাব্বির, ছনি, রাব্বী, বেলাল, সোহাগ, দিপু, মিল্লাত, মান্নান, বারী, মামুন, রবিউল ইসলাম, ছাত্রদল নেতা আ: গনি, মেহেদী, নাহিদ, মঈনুল, পৌর শ্রমিকদলের সহ-সভাপতি জিল্লুর রহমান, শ্রমিকদল নেতা বাপ্পীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লীগন প্রমূখ ।