বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মুরুং কমিউনিটির সাথে আলীকদম সোনা জনের মতবিনিময়
মুরুং কমিউনিটির সাথে আলীকদম সোনা জনের মতবিনিময়
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবান জেলার আলীকদম উপজেলার বসবাসরত মুরুং কমিউনিটির সাথে মতবিনিময় করেছেন আলীকদম সোনা জনের মাননীয় জন কমান্ডার লেঃ কর্নেল সাব্বির হাসান, পিএসসি। এসময় তিনি উপস্থিত মুরুং কমিউনিটি সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেন।
আজ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় ৩১ বীর ক্যান্টিন সংলগ্ন কনফারেন্স হল রুমে এই মতবিনিমা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৩১ বীরের উপ অধিনায়ক মেজর মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি, জোনাল স্টাফ অফিসার মেজর আজিজুল হাকিম প্রিন্স, ৪ নং করুক পাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং মুরুং ও আলীকদম মুরুং কল্যান ছাত্রাবাসের পরিচালক ইয়োংলক মুরুং প্রমূখ।
এসময় লেঃ কর্নেল সাব্বির স্যার বলেন, ইদানিং মায়ানমার থেকে অবৈধভাবে গরু, ইয়াবা, বিদেশী মদ, গাঁজা ও সিগারেট সহ বিভিন্ন মাদকদ্রব্য বাংলাদেশ নিয়ে আসছে। যা দেশের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। এছাড়াও এতে সামাজিক শিষ্টাচার নষ্ট হচ্ছে এবং পারিবারিক কলহ বৃদ্ধি পাচ্ছে। এলাকায় কোথাও কোন চোরাকারবারী অথবা মাদকদ্যব্য বা অপ্রীতিকর কোনো ঘটনা দেখলে সাথে সাথে আলীকদম সেনা জোনকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, মুরুংদের মধ্যে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তারা যেন তাদের কমিউনিটির কথা ভূলে না যান। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের শান্তি রক্ষায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বলেও তিনি জানান।
বক্তারা বলেন, আলীকদম উপজেলায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি যৌথভাবে ২০ প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে। যা পরবর্তী রাজস্ব খাতভূক্ত হয়। কিন্তু অধিকাংশ বিদ্যালয়েই শিক্ষকরা উপস্থিত থাকেনা। যার কারণে বিদ্যালয়গুলোতে কোন প্রকার পড়াশুনা হয়না। এবিষয়ে জেলা ও উপজেলা শিক্ষা অফিসারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়।
অনুষ্ঠান শেষে জোন কমান্ডার মুরুং কমিউনিটির সাথে ফটো সেশনে অংশ নেন এবং ৬০ টি মুরুং পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।