রবিবার ● ১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন
ঘোড়াঘাটে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১ অক্টোবর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্সের বীরমুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আনোয়ার এর সভাপতিত্বে জলাতঙ্ক রোগ প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মেডিকেল অফিসার (রোগ ও নিয়ন্ত্রণ) ডা. আহসান হাবিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে জলাতঙ্ক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে টিকা প্রদান করা হয়। কুকুর, বিড়াল, শিয়াল, বানর ও বেজি কামড় ও আচর দিলে প্রথমে ক্ষতস্থানে পানি দিয়ে ধৌত করে এ রোগের টিকা দিতে হবে।
এ সময় অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার, স্বাস্থ্য পরিদর্শক বিমল চক্রবর্তী, স্বাস্থ্য সহকারী, নার্স, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।