সোমবার ● ৯ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » সিরাজগঞ্জে নৌকার পক্ষে সেলিমের প্রচারনা
সিরাজগঞ্জে নৌকার পক্ষে সেলিমের প্রচারনা
সিরাজগঞ্জ প্রতিনিধি :: শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর দৌহিত্র শেহেরিন সেলিম সিরাজগঞ্জে নৌকার পক্ষে উন্নয়নমুলক প্রচার-প্রচারনা করেছেন। সোমবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকশা বাজার ও ঝাঐল বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ গণসংযোগ ও প্রচারনা করেন। তিনি পাইকশা বাজারের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান, দোকানদার, ক্রেতা-বিক্রেতার হাতে সরকারের উন্নয়নমুলক লিফলেট বিতরন করেন। এছাড়াও পাইকশা বাজার মোড়ে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে চা-চক্র সভায় মিলিত হন। মতবিনিময় সভায় সরকারের উন্নয়ন চিত্র তুলে দলের সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনার আহবান জানান। পরে তিনি পুরো বাজারের সাধারন মানুষের সাথে করমর্দন এবং মানুষকে বুকে টেনে নিয়ে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর দৌহিত্র ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোহাম্মদ সেলির ছেলে এম.মনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান শেহেরিন সেলিম রিপন নৌকা মার্কা নিয়ে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে মাঠে নেমেছেন জানতে পেরে সাধারন মানুষ আনন্দ উফুল্ল হয়ে ওঠেন। অনেকে শেহেরিন সেলিম রিপনের দাদা শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী ও বাবা ড. মোহাম্মদ সেলিমের স্মৃতিচারন করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বয়োবৃদ্ধ মুরুববীরা তার মাথায় বুলিয়ে দোয়া করে বলেন ,দেশ ও বঙ্গবন্ধুর জন্য জীবন বিসর্জনকারী ক্যাপ্টেন এম. মনসুর আলীর নাতি শেহরেরিন সেলিমের মতো একজন মিষ্টভাষি- যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন ও দক্ষ মানুষের হাতে জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিলে নৌকার বিজয় সুনিশ্চিত হবে এবং সাধারন মানুষ সরকারের প্রকৃত সুফল পাবেন। পাইকশা বাজার জনসংযোগ শেষে তিনি মোটর শোভযাত্রা নিয়ে ঝাঐল ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন। এ সময় তিনি বলেন, কে মনোনয়ন পেলো সেটা বড় বিষয় নয়। মুল লক্ষ্য হচ্ছে শেখ হাসিনার নৌকাকে বিজয় করতে হবে। শেখ হাসিনার সরকার গঠন করলে দেশের উন্নয়ন হবে, মানুষের ভাগ্য বদল হবে। স্মার্ট বাংলাদেশ গঠন হবে। পরে তিনি কড্ডা, বনবাড়ীয়া, রেলগেট হয়ে মাসুমপুর পর্যন্ত মোটর সাইকেল শোভাযাত্রা করেন। গনসংযোগকালে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।