শনিবার ● ৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে জাতীয় সমবায় দিবস উদযাপিত
পানছড়িতে জাতীয় সমবায় দিবস উদযাপিত
পানছড়ি প্রতিনিধি :: নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার পানছড়িতে পালিত হয়েছে ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ । এতে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মনোনীত হয়েছেন পানছড়ি গ্রাম পুলিশ সমবায় সমিতি লিঃ এর হেলাল উদ্দিন।
শনিবার ৪ নভেম্বর সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর যৌথ আয়োজনে বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের সমবায়ীদের নিয়ে আয়োজিত দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।
আয়োজিত অনুষ্ঠানে র্যালি,জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। র্যালি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতব্য সভায় উপজেলা সহকারী কমিশনার আহমদ হাসান (উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্ব) কমিশনার ভূমি সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা।এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা সংগীতা ভূমিক। এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিতালি ক্ষুদ্র ঋণ সমিতির সভাপতি সবিতা চাকমা,কাঠ লোড-আনলোড সমবায় সমিতির সভাপতি মাসুদ রানা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৩টি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।,যার মধ্যে ছিলো চেঙ্গী রাবার ড্রাম ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড, পানছড়ি অটো রিক্সা সিএনজি মালিক ও চালক সমবায় সমিতি, পানছড়ি গ্রাম পুলিশ সমবায়ী সমিতি লিমিটেড এর হেলাল উদ্দিনকে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সমবায় সমিতির গুরুত্ব নিয়ে বক্তব্য নিয়ে রাখেন অতিথিবৃন্দরা।