শনিবার ● ৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-২ : আহত-৪
রাঙামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-২ : আহত-৪
স্টাফ রিপোর্টার :: রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ও আহত ৪ জন।
৪ নভেম্বর শনিবার বেলা সোয়া ২টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি রোডে চলাচলকারী খাজা গরীবে নেওয়াজ (চট্ট মেট্টো জ-১১-০০১৮) নাম্বারের যাত্রীবাহী চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসটি রাঙামাটি শহরের ভেদ ভেদী এলাকায় আসলে গাড়িটির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সড়কে কাজ চলার কারণে সড়কের পাশে দাড়িঁয়েছিলো রাঙামাটির মানিকছড়ি (৩নং সাপছড়ি ইউনিয়ন) যৌথখামার এলাকা থেকে ৬জন যাত্রী নিয়ে আসা সিএনজি অট্টোরিক্সা।
প্রত্যক্ষদর্শী আবুল হাশেম ও ডিউটিরত আনসার সদস্য মো. নাছির উদ্দিন জানান, দুপুরে সোয়া ২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ভেদভেদী এলাকায় আসলে সেখানে থেমে থাকা সিএনজি অটোরিক্সাকে পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিক্সার ভিতরে থাকা চালকসহ ৬জন গুরুতর আহত হয়। এদের মধ্যে দুইজন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। নিহত ও আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিক রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসে।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসটি দাড়িঁয়ে থাকা সিএনজি অট্টোরিক্সাকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাপছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের যৌথখামার এলাকা বাসিন্দা ঘুরিমিলে চাকমা (৪২) ও পরি চাকমা (৪০) নিহত হয়।
ভেদভেদী বাজার এলাকায় স্থানীয়রা ও কোতয়ালী থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় (১)পিন্টু চাকমা (সিএনজি অট্টোরিক্সা ড্রাইভার), (২) পরী চাকমা (তার ডান পাশের এক পা ঘটনাস্থলে ঝরে পরে যায়), (৩) রিকন চাকমা, (৪) রিপন চাকমাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনলে আহতদের চিকিৎসা প্রদান করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য আহত সকলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনাস্থলে নিহত ঘুরিমিলে চাকমা ও পরি চাকমার লাশ পোষ্টমর্টেম শেষে নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিয়য়টি নিশ্চিত করেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর।
রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ও আহত ৪ জন সকলেই ৩নং সাপছড়ি ইউনিয়ন যৌথখামার এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রিটন বড়ুয়া।
ঘাতক লক্ক-যক্কর বাস খাজা গরীবে নেওয়াজ (চট্ট মেট্টো জ-১১-০০১৮) বাসটির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
রাঙামাটি কোতয়ালী থানার ওসি আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে ভেদভেদী এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি পিছন থেকে সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এই ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি।
খাজা গরীবে নেওয়াজ (চট্ট মেট্টো জ-১১-০০১৮) নাম্বারের ঘাতক বাসটির মালিক ও ড্রাইভারকে আইনের আওতায় এনে প্রচলিত আইনে শাস্তির দাবি জানিয়েছেন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ, রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারন সম্পাদক মো. আব্দুল মান্নান রানা।