রবিবার ● ১০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বাঁশখালি হত্যাকান্ডের বিচারের দাবিতে সমাবেশ
ঝিনাইদহে বাঁশখালি হত্যাকান্ডের বিচারের দাবিতে সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি :: (১০ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় সকাল ১১.২০মিঃ) ঝিনাইদহের পায়রা চত্বরে ‘বাঁশখালী হত্যাকান্ডের প্রতিবাদে এবং মানুষ-প্রকৃতি বিধ্বংসী সকল লুন্ঠন প্রকল্প’ বাতিলের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি, ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়৷ এ কর্মসূচিতে জাতীয় কমিটির জেলা আহবায়ক নেহাল উদ্দীন সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. আসাদুল ইসলামের পরিচালনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা সাধারন সম্পাদক কমরেড রবিউল আলম খোকন,বিপ্লবী ওয়ার্কস পার্টির জেলা সভাপতি মোজাম্মেল হোসেন,জাতীয় কমিটির সাবেক আহবায়ক কাজী ফারুক,গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক নজরুল ইসলাম,ওয়ার্কস পার্টির জেলা নেতা সাহিদুল এনাম,যুব ইউনিয়ন জেলা সভাপতি আবু তোয়াব অপু,সিপিবি শৈলকুপা সম্পাদক সুজন বিপ্লব বিশ্বাস,বাসদ জেলা নেতা আসাদুজ্জামান, যুব ইউনিয়ন জেলা সম্পাদক মেহেদী হাসান,ছাত্র ইউনিয়ন সাবেক জেলা সভাপতি অমিত শাহরিয়ার, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের কোষাধক্য শ্রাবনী সাহা,ছাত্রফ্রন্ট জেলা নেতা সোহেল আহমেদ প্রমুখ ৷
মিছিল পরবর্তী সমাবেশে,চট্টগ্রামের বাঁশখালিতে ভিটে মাটির রক্ষার আন্দোলনে রাষ্ট্রযন্ত্রের গুলি করে মানুষ হত্যা প্রমান করে দেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই৷ভূমি থেকে উচ্ছেদ করে বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ প্রতিরোধ আন্দোলনে বাঁশখালির বীর জনতা জীবন দিয়ে জবাব দিয়েছে,বাপ দাদার ভিটে মাটি উচ্ছেদ করা চলবে না ৷ বক্তারা,অবিলম্বে এই লুটপাট, জীবন ও সম্পদ ধ্বংসী প্রকল্প বাতিল,হত্যাকারীদের বিচার ও গ্রামবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান ৷