শনিবার ● ৩০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে সরঞ্জামসহ ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার
বিশ্বনাথে সরঞ্জামসহ ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বুধবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে পিকআপ ট্রাক ও বিপুল সরঞ্জামসহ ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামস্থ কালা শাহ মাজারের পাশ থেকে থানার এসআই রুমেন আহমদ ও জয়ন্ত কুমার সরকারের নেতৃত্বে একদল পুলিশ ওই ৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন- সিলেট শাহপরান থানার দাসপাড়া টিলা বাড়ি গ্রামের মৃত জিয়াউল করে পুত্র এহিয়া আহমদ (২৩), জৈন্তাপুর থানার ঘাটেরচটি গ্রামের মৃত আব্দুল গণির পুত্র দুলাল মিয়া (২৭) ও দক্ষিণ সুরমা থানার কদমতলী পূর্বের বাড়ি স্বর্ণশিখা ১২৭নং বাসার বাসিন্দা রফিক মিয়ার পুত্র শাকিল মিয়া ওরফে সৌখিন (৩২)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ‘ডাকাতি ও মাদক’সহ একাধিক মামলা রয়েছে। ডাকাত সদস্যদের গ্রেপ্তারকৃতদের কাছ থেকে থেকে নাম্বার বিহীন একটি পিকআপ ট্রাক, ওয়ারসহ ওয়েলডিং মেশিন ১টি, গ্রান্ডার মেশিন ১টি, ২টি রেঞ্চ, প্লাস কাটার ২টা, স্ক্রু ড্রাইভার ৩টি, ঢালি রেঞ্চ ২টি, রিং রেঞ্চ ১টি, টেষ্টার ১টি, জিআই পাইপ ১টি, স্টীল পাইপ ১টি, গ্রীল বা তালা ভাঙার লোহার রড ৪টি, দা ১টি, রেগার ১টি, চাইনিজ কুড়াল ১টি, তালা কাটার ২টি ও কালো রংয়ের মুখোঁশ ২টি।
পিকআপ ট্রাক-সরঞ্জামসহ ৩ ডাকাতকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, এঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের করা হয়েছে।
বিশ্বনাথে অবশেষে প্রতীক পেলেন সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহিব
বিশ্বনাথ :: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে অবশেষে প্রতীক পেয়েছেন সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরমেয়র মুহিবুর রহমান।
তাঁর পছন্দের প্রতীক ছিলো ‘ট্রাক’। নির্বাচন কমিশনের মুহিব এই প্রতীকই চেয়েছিলেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে সেটি তাঁকে বরাদ্দ দিয়েছে ইসি।
মুহিবকে প্রতীক বরাদ্দের বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সার্বিক সমন্বয়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।
বিশ্বনাথে রাজু মোবারকের নেতৃত্বে নৌকার পক্ষে গণসংযোগ
বিশ্বনাথ :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ‘নৌকা’র মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর পক্ষে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার ও পুরান বাজারে গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক রাজু খান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোবারকের নেতৃত্বে এক গণসংযোগ করা হয়েছে।
গণসংযোগে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা শামীম আহমদ, কামরুল আহমদ, ফয়ছল আহমদ, সালেহ আহমদ, সালাম আহমদ, চন্দন দেব, বাদল বৈদ্য, আফিজ আলী, জয়নাল মিয়া, হামিদ মিয়া, আলামিন, রফিকুল ইসলাম,।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজন আহমদ, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ আহমদ, সহসভাপতি সাহেল আহমদ, ছাত্রলীগ নেতা ইমন, ফাহিম, নাহিদ,।
পৌর ছাত্রলীগের নেতা শুয়েব, বিলাল, শাহিন, সেলিম, আকাশ, সামাদ, সিয়াম, জুবেল, সুজয় দেব, শামীম, সালমান আহমদ, আহমদ, রুবেল প্রমুখসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।