শনিবার ● ৩০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাইসছড়ি বাজার বয়কট অব্যাহত রাখার সিদ্ধান্ত
মাইসছড়ি বাজার বয়কট অব্যাহত রাখার সিদ্ধান্ত
মাইসছড়ি ভূমি রক্ষা কমিটির সদস্য উদয়ন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, খাগড়াছড়ির মহালছড়িতে চলমান মাইসছড়ি বাজার বয়কট আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত অব্যাহত রাখার এবং এই সময়ের মধ্যে দাবি পূরণ করা না হলে প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য বয়কটের ডাক দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গতকাল ২৯ ডিসেম্বর ২০২৩, শুক্রবার মাইসছড়ি ভূমি রক্ষা কমিটি এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করে।
হাইকোর্টের আদেশ অমান্য করে ফয়েজ মিঞা, ভুট্টো খান ও আব্দুল জলিল কর্তৃক মংশিপ্রু চৌধুরীর রেকর্ডিয় জমি বেদখলের প্রতিবাদে ও উক্ত জমিতে তাদের নির্মিত অবৈধ দোকান ও ঘর ভেঙে দেয়ার দাবিতে মহালছড়ি ভূমি রক্ষা কমিটি এই বাজার কয়কটের ডাক দেয়। গত ১৬ ডিসেম্বর থেকে এই বয়কট চলছে।
মাইসছড়ি ভূমি রক্ষা কমিটির গতকালের সভায় কার্বারীসহ বিভিন্ন গ্রামের শতাধিক মুরুব্বী উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক বিপিন বিহারী দেওয়ন।
তিনি পাহাড়িদের প্রতি স্থানীয় প্রশাসনের বৈষম্যমূলক আচরণের সমালোচনা করে বলেন, বাঙালি সেটেলাররা দেশের আইন-কানুন ও আদালতের আদেশ অমান্য করে পাহাড়িদের জমি বেদখল করলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় না। অন্যদিকে পাহাড়িরা নিজ জমিতে বাড়িঘর নির্মাণ করতে চাইলেও তাদের বাধা দেয়া হয়।
তিনি এসব চরম অন্যায় অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
সভায় উপস্থিত সকলে দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান মাইসছড়ি বাজার বয়কট অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন। আগামী ১৫ জানুয়ারির মধ্যে সেটেলারদের নির্মাণ করা অবৈধ দোকান ও ঘর ভেঙে দেয়া না হলে অনির্দিষ্টকালের জন্য বাজার বয়কটের ঘোষণা দেয়ার পক্ষে তারা মত দেন।
ভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দ বাজার বয়কট সফল করার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান এবং ন্যায্য দাবি আদায় না হওয়া পযন্ত মাইসছড়ি বাজারে গিয়ে কেনাবেচা করা থেকে বিরত থাকার আহ্বান জানান।