মঙ্গলবার ● ১২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » কাউখালীতে কালভার্ট নির্মান কাজের ওপেন টেন্ডার অনুষ্ঠিত
কাউখালীতে কালভার্ট নির্মান কাজের ওপেন টেন্ডার অনুষ্ঠিত
কাউখালী প্রতিনিধি :: (১২ এপ্রিল ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৪ মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায়, কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক ২০১৫-২০১৬ বছরের গ্রামীন রাস্তার ছোট ছোট দৈর্ঘ্যের (১২ মিাটার পর্যন্ত) সেতু কালভার্ট নির্মাণের জন্য আহবানকৃত টেন্ডার ১২ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিসে লটারীর মাধ্যমে ওপেন টেন্ডার কার্যক্রম এবং ঠিকাদার প্রতিষ্ঠান নির্বাচিত করা হয় ৷
এ সময় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী ( চৌচা মং), টেন্ডার পরিচালনা কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কমল বরন সাহা, সদস্য বি আর ডি বি অফিসার মোঃ ওয়ালী উল্লাহ, উপজেলা প্রকৌশলী রনি সাহা, টেন্ডারে অংশ গ্রহনকারী ঠিকাদারগন ৷ টেন্ডারে মোট ৭৬ টি ঠিকাদার প্রতিষ্ঠান (গ্রুপ) অংশ গ্রহন করেন ৷ লটারীর মাধ্যমে ৭ টি ঠিকাদার প্রতিষ্ঠান (গ্রুপ) নির্বাচিত হন৷ নির্বাচিত ঠিকাদার প্রতিষ্ঠান গুলি (গ্রুপ) হলোঃ-১.গোল্ডি রায়,রায় বাহাদুর রোড রাঙামাটি, ২.মেসার্স শয়াধন চাকমা,ঘাগড়া কাউখালী রাঙামাটি, ৩.নিশিথ বরন তালুকদার,তবল ছড়ি রাঙামাটি, ৪.মের্সাস ববি এন্টার প্রাইজ, মানিকছড়ি খাগড়া ছড়ি, ৫.মেসার্স আজম কনষ্ট্রাকশন, রিজার্ভ বাজার রাঙামাটি, ৬.মেসার্স সীবলী এন্টার প্রাইজ, রাজস্থলী রাঙামাটি ও ৭. মেসার্স মিতা ত্রিপুরা,সদর হাসপাতাল রোড রাঙামাটি ৷ ৭ টি প্রকল্প লটারীর মাধ্যমে নির্বাচিত করা হয়৷