রবিবার ● ৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বিএনপিসহ সমমনা দলগুলোর ভোট বর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ
খাগড়াছড়িতে বিএনপিসহ সমমনা দলগুলোর ভোট বর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ
খাগড়াছড়ি প্রতিনিধি :: বিএনপিসহ সমমনা দলগুলোর ভোট বর্জনের মধ্য দিয়ে ২৯৮ নং পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে উৎসবের ভোট গ্রহণ শুরু হয়।
রবিবার ৭ জানুয়ারী সকাল ৮টা থেকে ১৯৬টি ভোট কেন্দ্রে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
ভোট গ্রহণ শুরুর পর থেকে শেষ পর্যন্ত জেলার কোথাও কোন ধরণের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
দলীয় সরকারের অধীনে এই নির্বাচনকে ঘিরে সবধরনের উদ্বেগ উৎকন্ঠাকে ছাপিয়ে কুয়াশা ভেদ করে সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট প্রদানে অপেক্ষমাণরত দেখা গেছে।
জেলার নির্বাচনী মাঠে ৩জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এ নির্বাচনকে নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার মোতায়েন করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা বিধানে সেনাবাহিনীর টহল চলে, এছাড়াও ৩৪ প্লাটুন বিজিবি নিরাপত্তায় কাজ করেছে।
২৯৮নং পার্বত্য খাগাড়ছড়ি সংসদীয় আসনে সরকারী দল আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা (নৌকা প্রতীক) ছাড়াও ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী দলগুলো হলো জাতীয় পার্টির মিথিলা রোয়াজা (লাঙ্গল প্রতীক), তৃনমুল বিএনপির উশ্যেপ্রু মারমা (সোনালী আঁশ) ও এনপিপি‘র মো. মোস্তফা (আম প্রতীক)।
জেলার ১৯৬টি ভোট কেন্দ্রে ৫ লাখ ১৫ হাজার ৪শ ১৯ জন ভোটার। এর মধ্যে প্রায় ৭৩হাজার ৬শ ৩জন তরুন ভোটার। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৫৩হাজার ২‘শ ৮৫জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৬১জন।
খাগড়াছড়ির রিাটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটারদের অংশগ্রহণের মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়। জোলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।