বুধবার ● ১৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বৈসাবি ও বাংলা বর্ষবরনে রাঙামাটি জেলা প্রশাসনের নানা আয়োজন
বৈসাবি ও বাংলা বর্ষবরনে রাঙামাটি জেলা প্রশাসনের নানা আয়োজন
ষ্টাফ রিপোর্টার :: (১৩ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় বিকাল ৪.০০মিঃ) আবহমান বাংলার বর্ষবরন দেশের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ৷ বাংলার ঐতিহ্যবাহী দিন বাংলা নববর্ষ ৷ পার্বত্যঞ্চলে এর ব্যাপকতা আর তাত্পর্য অনস্বীকার্য ৷ বাংলা বর্ষবরন পার্বত্য অঞ্চলের ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন নামে অবহিত এই দিনটি একই তাত্পর্যে পরিপুর্ণ সর্ববৃহত্ সামাজিক উত্সব ৷ ১লা বৈশাখ পাহাড়ীদের বৈসাবি উত্সব ৷ পাহাড়ের বৈসুক, সাংগাই ও বিজু উত্সব আজ কাল বৈসাবি নামে সুপরিচিত ৷ এ দিন ছাড়িয়ে যায় ধর্ম, বর্ণ ও সম্প্রদায় ৷ পার্বত্যঞ্চলে অসাম্প্রদায়িক চেতনার এক অন্যতম মাধ্যম ৷
এই চেতনা ধারন করে পার্বত্য জেলা রাঙামাটিতে বাংলা বর্ষবরন এবং ১৩ ভাষাভাষী ১৪ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈসাবী উত্সব উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসন নানা উত্সব ও অনুষ্ঠানমালার আয়োজন করেছে ৷
১লা বৈশাখ বৃহষ্পতিবার আনন্দ শোভাযাত্রা ও যেমন খুশি তেমন সাজ কর্মসুচির মধ্যে দিয়ে শুরু হবে বর্ষবরন ও বৈসাবি অনুষ্ঠান ৷ আগামীকাল সকাল ৭ টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন হতে আনন্দ শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এসে একে একে শুরম্ন হবে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা উত্সব আর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে দক্ষিণ ভবনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ৷ বিকাল ৩ টায় মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর শুক্কুর ষ্টেডিয়াম রিজার্ভ বাজারে ঐতিহ্যবাহী বলিখেলা ও অন্যান্য বিনোদনমুলক ক্রীড়া ৷
সিভিল সার্জন,জেলা সুপার ও উপ পরিচালক, সমাজ সেবা অধিদপ্তর রাঙামাটির বাস্তবায়নে ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতির সাথে সামঞ্জস্যপুর্ণ উন্নতমানের খাবার বিতরণ ও বাংলা সাঙ্কৃতিক অনুষ্ঠানের আযোজন করা হবে জেলা কারাগার,হাসপাতাল, শিশু সদন ও শিশু পরিবারে ৷
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বসবে বৈশাখী ও বৈসাবি মেলা ৷
এছাড়া সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যাদুঘর সকলে পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে ৷