বুধবার ● ১৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বঙ্গবন্ধু কলেজ সরকারিকরণ করায় আনন্দ র্যালি
গাজীপুরে বঙ্গবন্ধু কলেজ সরকারিকরণ করায় আনন্দ র্যালি
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.১০মিঃ) গাজীপুরের কালিয়াকৈরের জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ সরকারিকরণ করায় বর্ণাঢ্য র্যালি ও মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ উত্সব করেছে কলেজের শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীরা৷
১২ এপিল মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীরা আনন্দ র্যালিতে অংশ নেয়৷ আনন্দ র্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে এসে শেষ হয়৷ এসময় কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা আনন্দ উলল্লাসে মেতে উঠে৷ শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়৷ এসময় বক্তব্য রাখেন, জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম খালিদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মেহেরম্নন মিনু, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রুবেল পারভেজ ও সাধারণ সম্পাদক রাকিব মোলস্না৷ এসময় বক্তারা কলেজ সরকারীকরণের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে অভিনন্দন জানান৷
সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের সাথে দেশের অপরাপর আরও ৭ কলেজকে সরকারীকরণের পৃথক আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়৷ এই সাত কলেজের সব শিক্ষক-কর্মচারী এখন থেকে সরকারি কর্মচারী হিসাবে জাতীয় বেতন কাঠামোর আওতায় আসবেন৷ ২৭ মার্চ থেকে গাজীপুরের জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের জাতীয়করণের আদেশ কার্যকর করা হবে৷