শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা কুদ্দুসকে সিলেটে সংবর্ধনা
যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা কুদ্দুসকে সিলেটে সংবর্ধনা
হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, জালালাবাদ থানা আওয়ামী লীগের উপদেষ্টা এম.এ কুদ্দুস এর সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার (২ ফেব্রুয়ারী) রাত ৮টায় সিলেট মহানগরীর শাবিপ্রবি গেইট আখালিয়াঘাটে জালালাবাদ থানা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জালালাবাদ থানা আওয়ামীলীগের সভাপতি উস্তার আলীর সভাপতিত্বে ও জালালাবাদ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোহর আলী বঙ্গবাসী ও থানা ব্লক যুবলীগ নেতা দুলাল মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
মাসুক উদ্দিন আহমদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম ইসলামের খেদমতে নিয়োজিত ছিলেন বলে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। দেশকে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে নির্যাতিত হয়ে স্বাধীন দেশ প্রতিষ্ঠা করে দিয়েছেন।
প্রধান অতিথি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মহাউন্নয়নের সাধক। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে যেসব উন্নয়ন বাস্তবায়িত হয়েছে, সেসব উন্নয়নের বাস্তব ফল জনগণ ভোগ করছেন। সেজন্য জনগণ আরো ধৈর্য্য ধারণ করলে আগামীতে বাংলাদেশ বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হবে। প্রধানমন্ত্রী প্রবাসীদেরকে সম্মানের চোখে দেখেন। প্রবাসীরা এদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল উন্নয়নে ভূমিকা রেখেছেন।
প্রধান অতিথি অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি এম.এ কুদ্দুসকে দলের জন্য একজন সহযোগী মনে করেন। এম.এ কুদ্দুস যুক্তরাজ্য থেকে দেশের দুর্যোগপূর্ণ সময়ে এসে দুঃখী মানুষকে সেবা দিতে পাশে দাঁড়ান। প্রবাসী নেতা এম.এ কুদ্দুসকে জালালাবাদ থানা আওয়ামীলীগ এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে সংবর্ধণা দেয়ায় সবার প্রতি ধন্যবাদ জানান।
সংবর্ধিত অতিথি এম.এ কুদ্দুছ বলেন, তাকে সংবর্ধনা দিয়ে সম্মানিত করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। বিশেষ অতিথির বক্তব্য দেন সিসিক’র ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী হেলাল উদ্দিন, ৩৭, ৩৮ ও ৩৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছাঃ ফাতেমা বেগম, মহানগর আওয়ামীলীগের কার্যকরী সদস্য সুদীপ কুমার দেব, প্রবীন আওয়ামীলীগ নেতা মঈন উদ্দিন, শিক্ষানুরাগী আফতাব হোসেন সিরাজী, জালালাবাদ থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি নজির হোসেন, মহানগর যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট কাউসার আহমদ, জালালাবাদ থানা আঞ্চলিক ব্লক যুবলীগের সাধারণ সম্পাদক সজিব পাল, আওয়ামীলীগ নেতা ইরান মিয়া, আব্দুল হান্নান, সিরাজ মিয়া, রঞ্জিত সরকার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নগর শ্রমিকলীগ নেতা আনছার আহমদ।