বৃহস্পতিবার ● ১৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে নববর্ষ উপলক্ষে শিশু আনন্দ মেলার উদ্বোধন
ঝিনাইদহে নববর্ষ উপলক্ষে শিশু আনন্দ মেলার উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি :: (১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১২.৫০মিঃ) বুধবার বিকালে বাংলাদেশ শিশু একাডেমী ঝিনাইদহে বাংলা নববর্ষ উপলক্ষে ২দিনব্যাপী শিশু আনন্দ মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷ চিত্রাংকন দেশাত্মবোধক সংগীত,উপস্থিত বক্তব্য,যেমন খুশি তেমন সাজ, ও শিশুবিকাশ ও প্রাক প্রাথঃ ছাত্র-ছাত্রীদের আনন্দ অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷ উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আইয়ুব হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাহবুব আলম তালুকদার ৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ লেডিস ক্লাব এর সভাপতি মিসেস উর্মিলা আক্তার,সরকারী নুরন্নাহার মহিলা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ এন এম শাহজালাল, নারী নেত্রী খালেদা খানম,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদ্রার অধ্যক্ষ প্রমূখ ৷ বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সাজ্জাদ আহাম্মেদ,প্রাক প্রাথঃ শিক্ষক রহিমা খাতুন রিনা, শিশুবিকাশ শিক্ষক মুক্তা নাজমীন,অভিভাবক ময়না খাতুন ও মলি পারভীন প্রমূখ ৷