বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত
রাবিপ্রবিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত
রাঙামাটি :: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ১৪ ফেব্রুয়ারি বুধবার সার্বজনীন শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৭টা থেকে পূজা শুরু হয়ে সকাল সাড়ে ৯টা মিনিটে পুষ্পাঞ্জলি এবং দুপুর দেড়টায় প্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে প্রক্টর (ভারপ্রাপ্ত ) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও ছাত্রী হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক মোহনা বিশ্বাস। এছাড়া ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র হলের সহকারী প্রভোস্ট সৌরভ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন কার্যকরী কমিটির আহবায়ক ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ধ্বনিতা ত্রিপুরা। স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন কার্যকরী কমিটির সভাপতি বিশ্বজিৎ শীল সাগর।
বিকাল ৪ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় সন্ধ্যা আরতি সম্পন্ন করার মাধ্যদিয়ে সারা দিনব্যাপী পূজার কার্যক্রম শেষ হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।