বুধবার ● ৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা আওয়ামীলীগ নেতা পুলকিত তালুকদার আর নেই
মাটিরাঙ্গা আওয়ামীলীগ নেতা পুলকিত তালুকদার আর নেই
মাটিরাঙ্গা প্রতিনিধি :: প্রবীণ আওয়ামী লীগ নেতা ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলকিত তালুকদার মৃত্যু– বরণ করেছন তিনি নেতা- কর্মীদের মাঝে আর নেই। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি মাটিরাঙ্গা পৌরসভাধীন ৭নং ওয়ার্ডস্থ বলিপাড়ার নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দু’ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পুলকিত তালুকদারের মৃত্যুতে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে শোকের ছাযা নেমে আসে। তার মৃত্যু সংবাদ শুনেই বাড়িতে ছুটে আসেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো: জাহেদুল আলম, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাড. আশুতোষ চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোকনেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চাকমা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা প্রমুখ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শামছুল হক, সহ-সভাপতি কালাচান বণিক,মো: এরশাদুজ্জামান,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, যুগ্ম-সম্পাদক ও তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো: হারুনুর রশীদ ফরাজী, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো: আালাউদ্দিন লিটন,মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম খন্দকারসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় মৃত পুলকিত তালুকদারের বাড়িতে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। তাঁর স্ত্রী, ছেলে-মেয়ে ও আত্মীয-স্বজনের স্বজন হারানোর আহাজারীতে চারপাশের পরিবেশ ভারী হযে উঠে। এসময খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা মরহুমের স্ত্রী-ছেলে-মেয়েসহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদেরকে ধৈর্য্য ধারনের পরামর্শ দেন।
এদিকে প্রবীণ আওয়ামী লীগনেতা পুলকিত তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রয়াত পুলকিত তালুকদার ছিলেন আওয়ামী লীগের অভিভাবকতুল্য। তার মৃত্যুতে আওয়ামী পরিবারের যে ক্ষতি হয়েছে তা পুরন হবার নয়। তৃনমুল নেতাকর্মীদের বিপদ-আপদে তিনি যেকোন মুহুর্তে ছুটে যেতেন উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচিতে তার ছিল সরব উপস্থিতি। তিনি মৃত্যুর পুর্ব মুহুর্ত পর্যন্ত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে সক্রিয ভূমিকা রাখতেন বলেও নেতৃবৃন্দ উল্লেখ করেন।
আপলোড : ৭ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১. ২৮ মিঃ